বিতর্কিত উইলসন থাকছেন না অ্যাশেজে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান অ্যাশেজ সিরিজের বাকি দুই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন না জোয়েল উইলসন এবং ক্রিস গাফফানি। সিরিজের প্রথম তিন টেস্ট মিলিয়ে এই দুই আম্পায়ার ১৫টি ভুল সিদ্ধান্ত দেন।
আর সেই কারণেই বাকি ম্যাচগুলো থেকে তাদের সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। উইলসন ও গাফফানির পরিবর্তে বাকি দুই ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মরিস ইরাসমাস এবং রুচিরা পাল্লিইয়াগুরুগে।

অ্যাশেজ সিরিজ শুরু হওয়ার আগেই আম্পায়ারদের একটি তালিকা প্রকাশ করেছিল আইসিসি। এই তালিকাতে ছিলেন বদলী দুই আম্পায়ার। চলমান সিরিজে ভুল সিদ্ধান্তের কারণে সবথেকে বেশি সমালোচনার মুখে পরেছেন ক্যারিবিয়ান আম্পায়ার উইলসন।
হেডিংলি টেস্টে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের স্পষ্ট আউট দেননি তিনি। লাথান লায়নের করা ১২৫তম ওভারের শেষ বলটি স্লগ সুইপ করতে গিয়ে প্যাডে লাগে স্টোকসের। টিভি রিপ্লেতে স্পষ্টভাবে দেখা গেছে এটি এলবিডব্লিউ ছিল।
অথচ সেসময় জয়ের জন্য ২ রানের দরকার ছিল ইংল্যান্ডের। তবে অস্ট্রেলিয়ার হাতে কোনো রিভিউ না থাকায় শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নিতে হয়েছে তাদের। এজবাস্টন টেস্টে ৮টি ভুল সিদ্ধান্ত দেন উইলসন। এরই সঙ্গে এক টেস্টে সবথেকে বেশি ভুল সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে পাকিস্তানের আলিম দারের পাশে নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের এই আম্পায়ার।