বাংলাদেশে এসে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রশিদ খানের নেতৃত্বে আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচটিতে মাঠে নামলেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন আফগান এই লেগ স্পিনার। সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে টেস্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন রশিদ খান।

সাকিবদের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার সময় রশিদ খানের বয়স দাঁড়াবে ২০ বছর ৩৫০ দিন। রশিদই হবেন সবচেয়ে কম বয়সীয় টেস্ট অধিনায়ক। টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ডটি জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান তাতেন্দা তাইবুর দখলে।
২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন তাইবু। সে সময় তাঁর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ডবুকে আগেই জায়গা করে নিয়েছেন রশিদ খান।
২০১৮ সালে ১৯ বছর ১৬৫ দিন বয়সে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফার ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। তৎকালীন অধিনায়ক আসগর স্টানিকজাই অসুস্থ থাকার কারণে দলের নেতৃত্বভার কাঁধে নেন রশিদ।
রশিদ খানের আগে সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেয়ার রেকর্ডটি ছিল বাংলাদেশের রাজিন সালেহর। ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বছর ২৯৭ দিন বয়সে অধিনায়কত্ব করেন তিনি।