এগিয়ে থেকেও স্বস্তিতে নেই শান্ত-নাঈমরা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কার হাই পারফর্মেন্স দলের বিপক্ষে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে ১৭০ রানে এগিয়ে আছে বাংলাদেশ হাই পারফর্মেন্স দল।
তৃতীয় দিনে বৃষ্টির কারণে লম্বা সময় খেলা বন্ধ ছিল। এ দিন খেলা হয়েছে মাত্র ৪৯ ওভার। আগের দিন চারটি উইকেট নেওয়ার পর এ দিন শ্রীলঙ্কার দুটি উইকেট ফেলেছে বাংলাদেশের বোলাররা। তানভির ইসলাম এবং শফিকুল ইসলাম নিয়েছেন দুটি উইকেট।

প্রমোদ মাধুওয়ান্থা ফিরেছেন ৪০ রান করে। এ ছাড়া রমেশ মেন্ডিস করেছেন ১৮ রান। ম্যাচের চতুর্থ দিন শুরু করবেন আসেন বান্দারা (৫৭*) এবং চামিকা করুনারত্নে (৮*)।
আগের দিন বাংলাদেশের হয়ে চারটি উইকেটই নিয়েছেন নাঈম হাসান। এই স্পিনারের সামনে দাঁড়াতেই পারেননি লঙ্কান কোনো ব্যাটসম্যান। দুই ওপেনার পাধুন নিশঙ্কা (১৬) এবং সঙ্গিত কুরে (৬) দুজনেই ফিরেছেন দ্রুত।
চারে নামা মিনোদ ভানুকাকেও (১১) স্পিন ফাঁদে ফেলেছেন নাঈম। এরপর চরিথ আশালঙ্কাকে (১৮) ফিরিয়েছেন নাঈম।
এর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তের সেঞ্চুরিতে এবং আফিফ হোসেন, জাকির হাসান ও নাঈম হাসানের দারুণ কিছু ইনিংসের সৌজন্যে স্কোরবোর্ডে ৩৬০ রানের বড় সংগ্রহ করেছে বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, ম্যাচটি নিষ্প্রাণ ড্র'য়ের দিকেই এগিয়ে যাচ্ছে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ এইচপি দলঃ ৩৬০/১০ (১৩৫.৪ ওভার)
(শান্ত ১৩৩, আফিফ ৫৪, জাকির ৪৯; রমেশ ৪/৭৩)
শ্রীলঙ্কা এইচপি দলঃ ১৯০/৬ (৮৭ ওভার)
(বান্দারা ৫৭*, মাদুওয়ান্থা ৪০; নাঈম ৪/৬৪)