promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক র‍্যাঙ্কিংয়ে উন্নতির উপলক্ষ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্ট চ্যাম্পিয়নশিপে আগামী দুই বছরে অনেকগুলো টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়মিত কম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ আগামী দুই বছরে খেলবে ১৪টি টেস্ট। টেস্টের জন্য তাই আলাদাভাবে পরিকল্পনা করছেন বাংলাদেশের টেস্ট ওপেনার সাদমান ইসলাম। বাংলাদেশকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন তাঁর। 


মিরপুরে গণমাধ্যমের সামনে বলেন, 'এখন তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেকগুলো ম্যাচ আছে। এমনিতেই টেস্ট ম্যাচ অনেক কম খেলা হয় আমাদের। এই চিন্তা করে সামনে আমাদের অনেক টেস্ট ম্যাচ।



promotional_ad

এগুলো ভালো করলে র‍্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে যাওয়া সম্ভব। চেষ্টা থাকবে আমরা এখন যে অনুশীলন করছি, পরে যে টেস্ট ম্যাচগুলো আছে সেগুলোতে ভালো করার জন্যই। সবারই একটা পরিকল্পনা আছে টেস্ট ম্যাচ নিয়ে। অবশ্যই আমরা ভালো খেলব।'


টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নবম স্থানে। ৮১ পয়েন্ট নিয়ে নিকটবর্তী স্থানে (অষ্টম) আছে ওয়েস্ট ইন্ডিজ। র‍্যাঙ্কিংয়ে উন্নতি করার এটাই মোক্ষম সুযোগ, মনে করছেন সাদমান।


চলতি বছর আর কোনও ওয়ানডে ম্যাচ খেলবে না বাংলাদেশ। সামনের বছরের মার্চ মাস পর্যন্ত টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলা আছে সাকিব-মুশফিকদের। এই সুযোগ কাজে লাগাতে চান সাদমান।



'আমার মনে হয় না সামনে আমাদের কোনো ওয়ানডে আছে। তাই টেস্ট নিয়েই বাড়তি চিন্তা করছি। সামনে অনেক ম্যাচ আছে। ভালো করতে হবে, অনেক ভালো করতে হবে তাহলেই একটা ফলাফল আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball