ছুটিতে রুবেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তান সিরিজের জাতীয় দলের চলমান ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন রুবেল হোসেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন ডানহাতি এই পেসার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। সন্তান পৃথিবীর আলো দেখার পর পরই ক্যাম্পে যোগ দিবেন রুবেল।

নান্নু বলেন, ‘রুবেল তিন-চারদিনের ছুটি নিয়েছে স্ত্রীর পাশে থাকার জন্য। কারণ, খুব শিগগিরই বাবা হচ্ছেন তিনি। সম্ভাব্য তারিখ চলতি মাসেরই ৩০ কিংবা ৩১।’
১৯ আগস্ট থেকে শুরু হওয়া জাতীয় দলের প্রাথমিক প্রস্তুতি ক্যাম্পে ছিলেন। কিন্তু ছুটি নেয়ার কারণে ঢাকায় ক্রিকেটারদের দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না রুবেলের।
৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে আফগানদের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্টের সিরিজ। ওই ম্যাচ উপলক্ষে এখনও চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি।
একমাত্র টেস্ট ম্যাচের পর জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১৩ তারিখ থেকে শুরু হওয়া সিরিজটির পর্দা নামবে ২৪ তারিখ।