ক্যাচ মিসে লজ্জার রেকর্ডে বাংলাদেশ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৮ সালের পর তিন ফরম্যাট মিলিয়ে উইকেটের পেছনে ক্যাচ ছাড়ায় বাজে রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই সময়ে উইকেটের পেছনে সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে সাকিব-মাশরাফিদের বাংলাদেশ। ৩৫ শতাংশ ক্যাচ মিস করেছে বাংলাদেশ।
উক্ত সময়ে উইকেটের পেছন থেকে বাংলাদেশ ক্যাচ লুফে নিতে পেরেছে ৬৫ শতাংশ, যা তালিকার একদম নিচে। এই তালিকার শীর্ষে অবস্থান করছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
উইকেটের পেছনে শতকরা ৯২টি ক্যাচ লুফে নিয়েছে তারা। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসির দলের সাফল্যের হার ৯১ শতাংশ। সমান সাফল্য পেয়ে তালিকার তিন নম্বরে আছে পাকিস্তান।
চতুর্থ স্থানে আছে অস্ট্রেলিয়া (৯০ শতাংশ)। বিরাট কোহলির ভারতের (৮৬ শতাংশ) অবস্থান পঞ্চম স্থানে। তিন ফরম্যাট মিলিয়ে সমান সাফল্য আছে ছয় নম্বরে থাকা জিম্বাবুয়ের। এ ছাড়া শ্রীলঙ্কা সাত নম্বরে (৮৫ শতাংশ), আয়ারল্যান্ড আট নম্বরে (৮৩ শতাংশ) ও ওয়েস্ট ইন্ডিজ আছে নয় নম্বরে (৮৩ শতাংশ)।
এই তালিকায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আছে দশ নম্বরে! তাদের সাফল্যের হার ৮১ শতাংশ। ১১ নম্বরে আছে রশিদ খানের আফগানিস্তান (৮০ শতাংশ)। তালিকার একদম নিচে বাংলাদেশের সাফল্যের হার ৮০ শতাংশের অনেক কম (৬৫ শতাংশ)।
