শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন অমি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পিঠের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন জহুরুল ইসলাম অমি। সব গুঞ্জন উড়িয়ে বুধবার মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
আফগানিস্তান সিরিজের আগে ৩৫জন ক্রিকেটার নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ দল। এই ক্যাম্প চলাকালীন সময়ই ইনজুরিতে পড়েন অমি।

চোট গুরুতর না হওয়ায় দুই-তিন দিন বিশ্রাম নেওয়ার পর আজ অনুশীলনে ফিরেছেন তিনি। ওপেনার তামিম ইকবাল না থাকায় আফগানিস্তান সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে।
নির্বাচকরা বলেছিলেন, 'অমিকে ভালোমতোই বিবেচনায় রেখেছেন তারা। কিন্তু এরমধ্যে গত শনিবার ব্যাটিংয়ের সময় পিঠে চোট পান তিনি।
এরপর বিশ্রামে রাখা হয়েছিল তাকে। প্রধান নির্বাচক বলেছেন, চিকিত্সক ও ফিজিওর ছাড়পত্র পেলে তবে অমিকে বিবেচনা করবেন তারা।'
২০১৫ সালে জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন জহুরুল ইসলাম অমি। কিন্তু প্রথম দিনেই ইনজুরিতে পড়ে শেষ হয়ে গিয়েছিল জাতীয় দলে ফেরার স্বপ্ন। ৪ বছর পর আবারও ডাক পাওয়া এই ক্রিকেটারকে এবারও লড়তে হচ্ছে ইনজুরির সঙ্গে।