ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার স্টোকসঃ মঈন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঈন আলীর চোখে বেন স্টোকস ইংল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার। হেডিংলি টেস্টে ইংল্যান্ডের জয়ের পর ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন মঈন।
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার স্যার ইয়ান বোথামকে। তাঁর সঙ্গে জায়গা দেয়া হয়ে সাবেক আরেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকেও। কিন্তু মঈনের দাবি স্টোকস তাদের দুজনকে ছাড়িয়ে গিয়েছেন ইতোমধ্যে।

মঈন বলেন, ‘জানি অতীতে ইয়ান বোথাম ও অ্যান্ড্রু ফ্লিনটফের মতো গ্রেট খেলোয়াড় ছিলেন, তবে আমরা এখন আরেকটি কিংবদন্তিকে দেখতে পাচ্ছি। তার পারফরম্যান্স আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে।
আমার সঙ্গে খেলা সেরা ক্রিকেটার বেন স্টোকস। আমি আনন্দিত তার মতো বন্ধু আছে। কোনও সন্দেহ নেই সে এখন এই দেশের সবচেয়ে সেরা অলরাউন্ডার।’
সঙ্গে যোগ করেছেন, ‘বিশ্বকাপ জেতার ছয় সপ্তাহ পর হেডিংলিতে যেভাবে পারফর্ম করলো স্টোকস এবং অ্যাশেজে আমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখলো, সত্যি আমার কাছে অনন্য।’
হেডিংলি টেস্টে অপরাজিত ১৩৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে এক উইকেটের জয় এনে দেন স্টোকস। ফলে অ্যাশেজে ১-১ সমতা আনতে সক্ষম হয় জো রুটের দল। আগামী মাসের ৪ তারিখ মাঠে গড়াবে সিরিজের চতুর্থ টেস্ট।