promotional_ad

দেশের গুরুত্ব সবার আগেঃ আফিফ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নেয়ার জন্য আফিফ হোসেনকে অনুমতিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে অনুমতি না পাওয়ায় কোনো আক্ষেপ নেই এই তরুণ অলরাউন্ডারের। কারণ দেশকে সবার আগে প্রাধান্য দিচ্ছেন এই তরুণ।


বর্তমানে শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে এইচপি দলের হয়ে টেস্ট ম্যাচ খেলায় ব্যস্ত আছেন আফিফ। গুঞ্জন রয়েছে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ডাক পেতে পারেন তিনি। রয়েছেন আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশের ঘোষিত ৩৫ সদস্যের দলে।


গুঞ্জন নিয়ে এখনই ভাবতে নারাজ আফিফ। বর্তমান নিয়ে চিন্তা করতে চান, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। চলমান সিরিজে আরও ভালো পারফর্ম করার লক্ষ্য স্থির করেছেন প্রথম ইনিংসে ৫৪ রান করে সাজঘরে ফেরা এই ব্যাটসম্যান।


আফিফ বলেন, 'আমি এগুলো নিয়ে চিন্তা করছি না যে আমাকে অনুমতি দেয় নাই বা দিবে। আমি আপাতত চিন্তা করছি টেস্ট সিরিজ চলছে সামনে আরেকটা টেস্ট সিরিজ আছে ওইখানে ভালো করতে চাই, পারফর্ম করার চেষ্টা থাকবে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করতে চাই।



promotional_ad

আক্ষেপ কেন থাকবে। আমাকে এনওসি দেয় নাই হয়তো আমি দেশের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছি। দেশের গুরুত্ব সবার আগে। এখানে আমি খেলতে পারছি এটাই আমার জন্য অনেক বড় কিছু। ভালো পারফর্ম করতে পারলে আমার জন্য অনেক কিছু।' 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, নির্বাচকরা ত্রিদেশীয় সিরিজের জন্য আফিফকে বিবেচনায় রাখছেন। এ কারণেই সিপিএলে খেলার অনুমতি দেয়া হয়নি তাঁকে।


আকরাম বলেন, ‘তাকে আমরা অনাপত্তি পত্র দেইনি। কারণ সে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে খেলছে। নির্বাচকরা তাকে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্যও বিবেচনা করছেন এবং তাই আমাদের তাকে ধরে রাখা উচিত।’


বিসিবির নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আফিফ তাদের পরিকল্পনায় থাকলেও আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেই তাঁকে খেলানোর পরিকল্পনা এখনই নিশ্চিত করতে পারছেন না তিনি।


‘অবশ্যই তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। সে অসাধারণ একজন খেলোয়াড়। এইচপি এবং ‘এ’ দলে সে রয়েছে এবং তাকে আমরা ভবিষ্যতের জন্য তৈরি করছি। কিন্তু আসন্ন সিরিজে তাকে নিয়ে আমাদের কী পরিকল্পনা রয়েছে, তা এখনই নিশ্চিত করতে পারছি না।’



একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলের এবারের আসরে ডাক পেয়েছিলেন আফিফ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার কথা ছিল আফিফের। 


বর্তমানে বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দলের হয়ে শ্রীলঙ্কা হাই পারফর্মেন্স দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে খুলনায় রয়েছেন তরুণ এই অলরাউন্ডার। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামী মাসের ৩ তারিখ।


আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। অন্যদিকে সিপিএল শেষ হবে ৪ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজ শেষে আফিফ অনাপত্তি পত্র পাবেন কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball