খুলনায় শান্তর দিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ হাই পারফর্মেন্স দল। দিন শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে এইচপি দলের সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান।
অধিনায়ক শান্ত ১২৪ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন। তাঁকে সঙ্গ দেয়া আরেক ব্যাটসম্যান জাকির হাসান দিন শেষ করেছেন ৯ রান নিয়ে। শ্রীলঙ্কার পক্ষে কালানা পেরেরা, নিশান পেইরিস এবং রমেশ মেন্ডিস নিয়েছেন একটি করে উইকেট।
ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এইচপি দলের অধিনায়ক শান্ত। তাঁর সিদ্ধান্তে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি দলের। স্কোরবোর্ডে ১২ রান যোগ করতেই ওপেনার নাইম শেখকে হারিয়ে বসে এইচপি দল।

এরপরের উইকেটে জুটি বাঁধেন ওপেনার সাইফ হাসান এবং শান্ত। দুজন মিলে দারুন ব্যাটিং করে দলকে ১০০'র পথে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু দলীয় ৮১ রানে ব্যক্তিগত ১৮ রানে রান আউটের ফাঁদে পড়েন সাইফ।
খানিক পর ইয়াসির আলি চৌধুরীও বিদায় নেন ৪ রান করে। ৩ উইকেট হারানো এইচপি দলকে সেখান থেকে উদ্ধার করেন অলরাউন্ডার আফিফ হোসেন এবং শান্ত। নিজেদের মধ্যে ৯৯ রানের জুটি গড়েন তাঁরা।
হাফ সেঞ্চুরি হাঁকানো আফিফ ৫৪ রানে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন শান্ত। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে জাকির হাসানকে সঙ্গে নিয়ে দুবের খেলা শেষ করেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোরঃ
এইচপি দলঃ ২৩৩/৪ (৮৮ ওভার) (শান্ত ১২৪, আফিফ ৫৪) (কালানা পেরেরা ১/৩৬)