কেউ বিশ্রাম চাইলে হৈচৈ করার কিছু নেইঃ দুর্জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজের ফর্ম বিবেচনা করে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তামিম ইকবাল। নিজেকে স্বরূপে ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার।
তামিমের বিশ্রামের সিদ্ধান্তে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। কেউ বিশ্রামের পক্ষে আবার কেউ বিপক্ষে মত দিয়েছেন। যদিও বাংলাদেশ ওপেনারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।
তাঁর মতে, কোনো ক্রিকেটার বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিলে এতো হৈচৈ করার কিছু নেই। বাইরের দেশের ক্রিকেটারদের অনেকেই নানা কারণে বিশ্রামে যান। বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা ভারতে এমন প্রচলন রয়েছে।

সম্প্রতি ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলীও হেঁটেছেন একই পথে। দুর্জয় মনে করেন, বিশ্রাম নেয়ার জন্য সঠিক সময় বেছে নিতে হবে ক্রিকেটারদের। সময়টা বুঝতে পারলে এটা যেকোনো ক্রিকেটারের জন্যই মঙ্গল বয়ে আনবে।
বাংলাদেশের অভিষেক টেস্টের এই অধিনায়ক বলেন, ‘সবারই উচিত বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়া। যেমন বিশ্বকাপের আগে অনেক ক্রিকেটারই বিশ্রামে ছিল। খেলোয়াড়দেরও বোঝা উচিত তাদের কখন বিশ্রামে যাওয়া প্রয়োজন। তারা বুঝতে পারলে এটা তাদের জন্যও মঙ্গলকর।’
চলতি মাসের শুরুতে তামিম ইকবালকে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন জাতীয় দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সিরিজে তামিমের পারফর্মেন্স দেখার পর এমন মন্তব্য করেছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সাকিব বলেছিলেন, ‘একজন ক্রিকেটারের এমন সময় আসতেই পারে। এখন আমার মনে হয় ওর জন্য খুব ভালো একটা বিশ্রাম নেয়া দরকার। নিজেকে রিকভার করা, ফ্রেশ হওয়া এবং আগের চেয়ে ভালোভাবে ফিরে আসার জন্য। আমি নিশ্চিত তামিম সেটাই করবে।’
তামিমের মতোই বিশ্বকাপে বাজে ফর্ম এবং চলমান অ্যাশেজ সিরিজে নিজেকে মেলে ধরতে না পারায় মঈন আলী বিশ্রাম নিয়েছেন ক্রিকেট থেকে। তার বিশ্রামের বিষয়ে যুক্তি তুলে ধরেন তার কাউন্টি ক্লাব ওস্টারশায়ার কোচ অ্যালেক্স গিডম্যান।
তিনি বলেন, ‘নিজেকে আরও বেশি উৎফুল্ল করতে কিছুটা সময় দূরে কাটাচ্ছে মঈন। সে মনে করছে এটা তার খুব করে প্রয়োজন। আমরা পুরোপুরি এমন সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। তা ছাড়া বিশ্বকাপসহ তার আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ব্যস্ততা গেছে।’
শুধু তামিম ইকবাল একাই নন, বিশ্বকাপের পর ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। এ দুজনই আসন্ন আফগানিস্তান সিরিজের আগে চলমান ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিয়েছেন।