promotional_ad

স্বাধীনতার সঠিক ব্যবহার করেনি শ্রীলঙ্কাঃ করুনারত্নে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিমুথ করুনারত্নে অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নেয়ার পর শ্রীলঙ্কা দলের চেহারা বেশ বদলে গেছে। বিশ্বকাপে ব্যর্থ হলেও তাঁর অধীনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতেছে লঙ্কানরা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে জয় তুলে নেয় দলটি।


বিগত কয়েক সিরিজে লঙ্কানদের সাফল্যের মূল কারণ ছিল স্বাধীনভাবে ক্রিকেট খেলা। যার অনুমতি আগেই দিয়েছিলেন অধিনায়ক করুনারত্নে। কিন্তু এই স্বাধীনতাই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। 



promotional_ad

যে কারণে চটেছেন লঙ্কান এই অধিনায়ক। করুনারত্নে জানিয়েছেন, স্বাধীনতা মানে নিজের মন মতো ব্যাটিং করা বা অহেতুক শট খেলে উইকেট ছুড়ে দেয়া নয়। স্বাধীনতা হচ্ছে পরিস্থিতি বুঝে ব্যাটিং করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে খেলা।


করুনারত্নে বলেন, ‘যখন আমি খেলোয়াড়দেরকে স্বাধীনতা দেই, তার মানে এই নয় যে প্রত্যেক বলেই আপনাকে মারতে হবে। স্বাধীনতা মানে হচ্ছে মানসিকভাবে স্বাধীন থাকা। ব্যাটিংয়ের সময় যদি আপনার একবারও মনে হয় রিভার্স সুইপ খেলা উচিত, কিন্তু আপনি নিজেকে আটকে দিচ্ছেন তখন। 


মাঝে মাঝে এভাবে খেলে আপনি রান পাবেন না কিন্তু এটা নিশ্চিত অপশন। নিজেকে নির্ভার রাখা। স্বাধীনতা মানে এই নয় যে প্রত্যেক ডেলিভারিই মাঠের বাইরে পাঠাতে হবে। স্বাধীনতা মানে হচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে খেলা।’



এমন খেলার পেছনে ধৈর্যর অভাব দেখছেন লঙ্কান অধিনায়ক। করুনারত্নের মতে, ‘মাঝে মধ্যে আমার মনে হয়েছে খেলোয়াড়দের মধ্যে ধৈর্যের অভাব রয়েছে। টেস্ট খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেক ব্যাটসম্যানেরই উচিত পরিস্থিতি বুঝে ব্যাটিং করা। এভাবেই স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে হয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball