promotional_ad

'অবিশ্বাস্য' স্টোকসের সঙ্গে ব্যাটিংয়ের অনুভূতি জানালেন লিচ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


অলরাউন্ডার বেন স্টোকসের অতিমানবীয় ইনিংসের সুবাদে হেডিংলি টেস্টে এক উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার দেয়া ৩৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮৬ রানে যখন ৯ উইকেট হারানোর পর বাঁহাতি স্পিনার জ্যাক লিচের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন স্টোকস। যার মধ্যে স্টোকসের রানই ছিল ৭৪। 


সম্প্রতি স্টোকসের সঙ্গে ক্রিজে ব্যাট করার সেই অনুভূতি জানিয়েছেন লিচ। ৯ উইকেট পড়ে যাওয়ার পর লিচকে স্ট্রাইক না দিয়ে যতটা সম্ভব নিজে ব্যাটিং করার চেষ্টা করেছেন স্টোকস। তাঁর এই মানসিকতাই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে ইংল্যান্ডকে।  



promotional_ad

স্টোকসের সঙ্গে ব্যাট করা প্রসঙ্গে লিচ বলেন, 'যখন আমি প্রথম ক্রিজে আসলাম, তখন সে (স্টোকস) যতটা সম্ভব স্ট্রাইক পাওয়ার জন্য খেলছিল, আমিও প্রস্তুত ছিলাম দুই রান নেয়ার জন্য এবং আমাকে যে বলটি খেলতে হয়েছে সেটি সাবধানে খেলার চেষ্টা করছিলাম। স্টোকস- অবিশ্বাস্য, আমি কখনোই এর আগে এমনটা দেখিনি। দর্শকরা রীতিমতো অবিশ্বাস্য ছিল। এরই সঙ্গে শেষটা ছিল অসাধারণ একটি অনুভূতি।' 


শেষ উইকেটে ব্যাটিং করার সময় বেশ কয়েকবার চশমা ঝাপসা হয়ে আসছিল লিচের। এই কারণে ব্যাটিংয়ে সমস্যা হলেও ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারায় স্বস্তি পাচ্ছেন ২৮ বছর বয়সী এই স্পিনার। যতটা সম্ভব শান্ত থেকে ব্যাটিং করার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি। 


লিচের ভাষায়, 'এটি হয়তো অনেকে বলতে পারেন কারণ চশমা এবং ন্যাড়া মস্তকে আমাকে গ্রামের একজন ক্রিকেটারের মতোই মনে হচ্ছিল। আমাকে শুধু নিশ্চিত করতে হতো যে আমার চশমা পরিষ্কার থাকছে প্রতিবার ব্যাটিংয়ের সময়। আমি অবশ্যই আফসোস করতাম যদি এটি ময়লা কিংবা ঝাপসা হয়ে যেত এবং আমি আউট হতাম। এরপর ক্যামেরা যখন জুম করা হয় তখন দর্শকেরা বলছিল যে আমি চশমা পরিষ্কার করিনি। আমি শুধু বলবো যে আমি শান্ত থাকতে চেয়েছিলাম এবং আমার কাজটি শেষ করতে চেয়েছি।' 



গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৯২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন জ্যাক লিচ। এরপর তাঁকে অ্যাশেজ সিরিজে বিবেচনা করেন নির্বাচকরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball