এশিয়ার হয়ে বুমরাহর অনবদ্য রেকর্ড

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার (২৫ আগস্ট) অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। পাঁচটি উইকেট তুলে নিয়ে অনন্য একটি রেকর্ডও গড়ে ফেলেছেন ডানহাতি এই পেসার।
এশিয়ার একমাত্র বোলার বুমরাহই, যে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচটি করে উইকেট করে নিয়েছেন।
ক্যারিবিয়ানদের বিপক্ষে এই টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র সাত রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন বুমরাহ। আর তাতে স্বাগতিকরা মাত্র ১০০ রানে গুটিয়ে যায়। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলিরা জিতেছে ৩১৮ রানের বিশাল ব্যবধানে।
ভারতের তারকা পেসার বুমরাহর টেস্ট অভিষেক হয়েছে গত বছর। এরপর অল্প সময় খেলেই আলো ছড়িয়েছেন ধ্রুপদী এই পেসার। ভারতের জার্সি গায়ে এখন পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচে ৫৫ উইকেট পেয়েছেন বুমরাহ। সেরা বোলিং ফিগার ৩৩ রান খরচায় ছয় উইকেট।
মজার ব্যাপার হচ্ছে টেস্টে পাঁচ উইকেট চারবারই বিদেশের মাটিতে পেয়েছেন ২৫ বছর বয়সী বুমরাহ। ঘরের মাটিতে পাঁচ উইকেট না পেলেও এশিয়ার বাইরে নজর কেড়েছেন সময়ের সেরা এই পেসার।
