টেস্টে নতুন ক্রিকেটার তৈরির ব্যাপারে সাকিবের ব্যাখ্যা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ম্যাচে জয়ের মন্ত্রেই থাকতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ জিততে যদি নতুন কোনো ক্রিকেটারের দরকার হয়, তাহলেই কেবল নতুন ক্রিকেটার দলে ভেড়াতে চান তিনি।
অন্যথায় অভিজ্ঞ ক্রিকেটারের ওপরই ভরসা রাখতে চান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে ম্যাচ জয়ের চিন্তা থেকে কোনো অবস্থায়ই সরে আসতে চান না সাকিব।
সাকিব বলেছেন, ‘প্রতিটা দল যখন ম্যাচ খেলতে যায়, তখন কিন্তু এটা চিন্তা করে না যে আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি। দেখবেন দিনশেষে লক্ষ্য থাকে কিন্তু ম্যাচ জেতার।
আমরাও ওই লক্ষ্যে খেলব। তার জন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয় তাহলে নতুন খেলোয়াড় নেব। যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভবনা আছে, তাহলে ওরাই খেলবে।’
একমাত্র টেস্ট ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে জয় ছাড়া কিছুই ভাবছেন না সাকিব।
‘যে কোনো দলের বিপক্ষে খেলতে গেলে আমরা এখন চিন্তা করি যে আমাদের এখন জিততে হবে। আফগানিস্তানের বিপক্ষেও আমাদের একই চিন্তা। আমাদের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না। আমরা জেতার জন্য খেলব।’
