ডমিঙ্গোর বিশ্বাস আমাদের ভবিষ্যত উজ্জ্বলঃ সাকিব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হজ পালন শেষে দেশে ফিরে আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য চলমান ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। সেখানে নতুন কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে অনুশীলন শেষে প্রথম দিন তাঁকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
কোচকে নিয়ে ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য না করলেও সাকিবের দাবি, ডমিঙ্গো বিশ্বাস করেন বাংলাদেশের ভবিষ্যত অনেক উজ্জ্বল। নিজের আগ্রহের জায়গা থেকেই টাইগারদের সঙ্গে কাজ করতে এসেছেন এই প্রোটিয়া কোচ।
প্রথমদিন কোচের সঙ্গে কাজ করার পর সাকিব জানিয়েছেন, নিজের সেরাটা দিতেই বাংলাদেশে এসেছেন ডমিঙ্গো। তবে তাঁর পকিল্পনা কী বা সে কী করবে, সেটা একদিনে বুঝে উঠতে পারেননি সাকিব।

সাকিব বলেন, ‘বলা মুশকিল যে ও কী করবে। তবে ও ওর সেরাটা দিতে এসেছে। ওর নিজের আগ্রহের কথা বেশি শুনেছি। আমার সাথে যখন পাপন ভাইয়ের কথা হয়েছে তখন বলা হয়েছে, ও অনেক আগ্রহ নিয়ে আমাদের এখনে কাজ ক??তে এসেছে।
আমাদের ভবিষ্যত অনেক উজ্জ্বল বলে মনে করে ও। সে কারণে ও আসতে চেয়েছে। আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা সাইন যে এ রকম একজন আগ্রহ নিয়ে এসেছে ভালো কাজ করার জন্য।’
দক্ষিণ আফ্রিকা দলের হেড কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছের ডমিঙ্গোর। তাঁর অধীনে প্রোটিয়াদের অনেক উন্নতি হয়েছে বলে মনে করছেন সাকিব। তবে এখনই কোচের ভালো মন্দ বিচার করতে চান না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সাকিব বলেন, ‘আমাদের যে নতুন কোচ এসেছে তার অভিজ্ঞতা অনেক। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ছিল, এ ছাড়া ওদের ডেভেলপমেন্টের সঙ্গে ছিল। কোচ না ভালো হওয়ার কারণ আমি দেখি না। যদিও মাত্র আমরা দুদিন শুরু করলাম।’
‘ভালো-খারাপ আমরা কীভাবে মাপবো, সেটাও একটা ব্যাপার। রেজাল্টের ওপর অনেক সময় ডিপেন্ড করে যে কোচ ভালো কিংবা খারাপ। অনেক সময় হতে পারে কোচ ভালো কিন্তু রেজাল্ট খারাপ হতে পারে। আবার অনেক সময় কোচ খারাপ হতে পারে কিন্তু রেজাল্ট দেখা যায় ভালো।’