মাশরাফি ভাইয়ের মতো পেসার বের হচ্ছেঃ শফিউল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের পেস বোলিং বিভাগে অভিভাবক হিসেবে দেখা হয়ে মাশরাফি বিন মুর্তজাকে। তবে যেকোনো সময়ই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যেতে পারেন তিনি। তাঁর অবর্তমানে পেস বোলিংয়ে হাল ধরবেন কে, এটা নিয়েও আছে জল্পনা কল্পনা। যদিও পেসার শফিউল ইসলাম মনে করেন মাশরাফির মতো পেসার এখনই বের হচ্ছে দেশের ক্রিকেটে।
'মাশরাফি ভাই অনেক অভিজ্ঞ। তাঁর মতো পেসার বের হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। আশা করি ওরা মাশরাফি ভাইয়ের মতোই সফল হবে। সবাই চেষ্টা করছে, সবাই তো একই রকম হয় না। এরকম আরও পেস বোলার বের হবে আশাকরি।' সোমবার মিরপুরে গণমাধ্যমকে বলেছেন শফিউল।

অবশ্য নতুন বলে মাশরাফির সাথে নিজেকে তুলনা করতে চান না শফিউল। পারতপক্ষে কোনো বোলারের সঙ্গেই কাউকে তুলনা করতে নারাজ ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার।
শফিউল আরও বলেন, 'কারো সাথে কারো তুলনা করব না। কার পরে কে এটা নিয়ে ভাবি না। আমি মনে করি আমার যেটাই থাকুক, তারপরেও আমার উন্নতি করার জায়গা আছে। আমি এটাই চেষ্টা করি, দিনের পর দিন যত উন্নতি করতে পারি।
স্কিল আমার যেটাই হোক বা আরেকজনের যেটাই হোক, একেকজন এক এক রকম স্কিলফুল বোলার। আমি মনে করি আমার আরও ভালো করার সুযোগ আছে। আরও উন্নতি করার সুযোগ আছে। আমি ওই জিনিসটাই করার চেষ্টা করি।'