promotional_ad

ক্যারিয়ার নিয়ে খুশি নইঃ শফিউল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শফিউল ইসলামের। জাতীয় দলের এই পেসার ক্যারিয়ারে নয় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এখনও থিতু হতে পারেননি কোনো ফরম্যাটেই। নিজের পুরো ক্যারিয়ার নিয়ে এখনও সন্তুষ্টি নন তিনি।


শুরুর দিকে শফিউল নিয়মিত খেললেও পরবর্তীতে অনেক সময়েই ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে যেতে হয় তাঁকে। এ কারণে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের ভিড়ে আলাদা করে নিজেকে পরিচিত করাতে পারেননি তিনি।



promotional_ad

'নয় বছর আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। নিজের দিক থেকে আমি খুশি না। যখন জাতীয় দলে জায়গা করে নিয়েছি প্রথমবার, তারপর তিন বছর নিয়মিত খেলতাম। মাঝখানে হয়তো খেলতে পারিনি। ইনজুরি বা অন্যান্য কারণে।' সোমবার মিরপুরে বলেছেন শফিউল।


ইনজুরির কারণে বার বার ছিটকে যাওয়াতে নিজের কোনো অবহেলা দেখছেন না তিনি। বরঞ্চ পুরো বিষয়টিকে দুর্ভাগ্য হিসেবেই চিহ্নিত করতে চান ২৯ বছর বয়সী ডানহাতি এই পেসার।


'আমার নিজের ম্যানেজমেন্টে সমস্যা না। আসলে দুর্ভাগ্য বলব। যা হয়েছে কোনো কারণে, আল্লাহ্‌ যা লিখে রেখেছেন সেটাই হয়েছে। হয়তোবা জাতীয় দলে ডাক পাওয়ার পর ইনজুরিতে পড়েছি, এটাকে দুর্ভাগ্যই বলব। আসলে এটা নিয়ে বলার কিছু নেই। আল্লাহ্‌ যা লিখে রেখেছে সেটাই হয়েছে।'



এখনই ক্যারিয়ারের শেষ দেখছেন না শফিউল। সুযোগ পেলে নিঙরে দিতে চান নিজের সর্বোচ্চটুকুই। সব কিছুর আগে জাতীয় দলে নিয়মিত হয়ে লক্ষ্য দাঁড় করাতে চান তিনি। 


ক্যারিয়ার প্রসঙ্গে আরও বলেছেন, 'আমি আমার কাজ সবসময় করার চেষ্টা করেছি। যখনই জাতীয় দলে ফিরে যাই, নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি। এখনও ক্যারিয়ার শেষ হয়নি। যদি সুযোগ পাই, যেটুকু সুযোগ পাই একটা লক্ষ্য দাঁড় করাতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball