ওপেনিংয়ে তরুণ-তরুণ নাকি অভিজ্ঞ-তরুণ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওপেনার তামিম ইকবাল আফগানিস্তান সিরিজে খেলবেন না। সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে এবং নিজেকে পুরনোরুপে ফিরিয়ে আনতে বিশ্রাম নিয়েছেন তিনি। যে কারণে আসন্ন আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের হয়ে ওপেনিং কারা থাকছেন সেটা নিয়ে রয়েছে সংশয়।
শেষ দুটি টেস্ট সিরিজে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধেছেন তরুণ সাদমান ইসলাম অনিক। মাত্র ৩টি টেস্ট খেলা এই ওপেনারকে তাই অভিজ্ঞ বললে ভুল হবে। আর আসন্ন সিরিজে সাদমানকে বাড়তি চাপ দেয়া হবে কিনা সেটা নিয়েও চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তাই আফগানিস্তান সিরিজে সাদমানের দিকে চেয়েই জুটি সাজাবে বোর্ড। যদি একজন অভিজ্ঞ ক্রিকেটারকে তাঁর সঙ্গে পাঠানো হয় তাহলে কপাল খুলতে পারে ইমরুল কায়েসের। অথবা সৌম্য সরকারকেও ফের জায়গা দেয়া হতে পারে ওপরে।

কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে সাদমানের সঙ্গে আরেক তরুণকেও এই দায়িত্ব তুলে দিতে পারে বিসিবি। কিন্তু সেই তরুণ কে হচ্ছেন সেটা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাননি বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তিনি বলেন, 'আপনারা জানেন যে ও কয়েকটি সিরিজ ধরে দলের সঙ্গে আছে, খারাপ কিন্তু করেনি। কিন্তু এখনো সে তরুণ। সে মাত্র শুরু করেছে এতো অভিজ্ঞ নয়, যেহেতু তামিম সঙ্গে ছিল ওর ওপর চাপ এতোটা ছিল না। তাই ওর উপরে চাপ দিয়ে একদম নতুন করে শুরু করবো কিনা সেটা চিন্তা আছে।
আবার হয়তো পুরানো কাওকে নিলাম যেন একজন তরুণ এবং একজন অভিজ্ঞ কেউ থাকলো। এগুলো বিষয় নিয়েই আমরা চিন্তা করছি যে জন্য স্কোয়াড ঘোষণা করতে একটু দেড়ি হচ্ছে আমাদের। দেখুন আমাদের নিয়মিত যে ওপেনার তামিম ইকবাল তিনি এই সিরিজে খেলছেন না।'
চলতি মাসের শেষ দিকে আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেহেতু তামিম ইকবাল নেই তাই তাঁর অভাব পূরণ করতে পারবেন এমন কাওকেই খুঁজছে বিসিবি।
বাশার আরও বলেন, 'তামিম তো আমাদের হয়ে অনেকদিন ধরে খেলছেন, আমাদের সব থেকে অভিজ্ঞ এবং প্রমাণিত খেলোয়াড়। সঙ্গে আমরা সাদমান ইসলামকে রেখেছিলাম সে কিন্তু ভালো করেছে।
তবে তাঁর সঙ্গী কে হচ্ছেন এই সিরিজে সেটা আমরা এখনো চিন্তা করিনি। আমাদের আলোচনা চলছে যে নতুন কাওকে দেখবো নাকি ভবিষ্যতের কথা ভেবে আমরা নতুন উদ্বোধনী জুটি দেখবো।'