promotional_ad

ওয়েস্ট ইন্ডিজকে লজ্জা দিল ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যান্টিগা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়েছে সফরকারী ভারত। সিরিজের প্রথম টেস্টে জেসন হোল্ডারের দলকে ৩১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে ৮১ এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে আজিঙ্কা রাহানে নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা। 


জয়ের জন্য স্বাগতিকদের ৪১৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। সেই লক্ষ্যে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ গুঁটিয়ে যায় মাত্র ১০০ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে পেসার কিমার রোচের ব্যাট থেকে।


এর আগে স্কোরবোর্ডে ১৫ রান যোগ করতে উপরের সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে বসে স্বাগতিকরা। যার মধ্যে ৩টি উইকেটই নেন জাস্প্রিত বুমরাহ। বাকি দুটি শিকার করেন ইশান্ত শর্মা।


খানিক পর শাই হোপ এবং জেসন হোল্ডারকে বিদায় করে ৫ উইকেট তুলে নেন বুমরাহ। ৩৭ রানে ৭ উইকেট হারিয়ে বসা ক্যারিবিয়ানদের লজ্জা থেকে উদ্ধার করতে পারেননি নীচের দিকের ব্যাটসম্যানরাও।


৫০ রানে ৯ উইকেট হারিয়ে ১০০'র নীচে গুঁটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয় স্বাগতিকদের শিবিরে। সেসময় দলের মান বাঁচান রোচ এবং কামিন্স। নিজেদের মধ্যে ৫০ রানের জুটি গড়ে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন এই দুজন। 



promotional_ad

১০০ তেই থামে ক্যারবিয়ানদের ইনিংস। ৭ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন বুমরাহ। ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন ইশান্ত শর্মা আর মোহাম্মদ শামির শিকার ২ উইকেট। 


চতুর্থ দিন সকালে ৩ উইকেটে ১৮৫ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই কোহলিকে হারিয়ে বসে ভারত। ১৮৭ রানে কোহলি ফিরলেও হানুমা বিহারি এবং আজিঙ্কা রাহানে মিলে হাল ধরেন ভারতের। 


দুজন মিলে লিড বাড়ানোর পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নেন। হাফ সেঞ্চুরিতে অবশ্য থামেননি রাহানে, তুলে নেন সেঞ্চুরিও। নিজেদের মধ্যে ১৩৫ রানের জুটি গড়ার পর ১০২ রানে বিদায় নেন রাহানে।


রিশাব পান্ত ৭ করে ফিরলে ৯৩ রানে বিহারি আউট হলে ৩৪৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ১৩২ রান দিয়ে ৪ উইকেট নেন উইন্ডিজ স্পিনার রস্টন চেজ। এর আগে প্রথম ইনিংসে রাহানের ৮১ রানের ওপর ভর করে ভারত অল আউট হয় ২৯৬ রানে। জবাবে ২২২ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা।


সংক্ষিপ্ত স্কোরঃ


ভারত প্রথম ইনিংসঃ ২৯৬ অল আউট (৯৬.৪ ওভার) (রাহানে ৮১, রোচ ৪/৬৬)



ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসঃ ২২২ অল আউট (৭৪.২ ওভার) (চেজ ৪৮, ইশান্ত ৫/৪৩)


ভারত দ্বিতীয় ইনিংসঃ ৩৪৩/৭ ডিক্লে (১১২.৩ ওভার) (রাহানে ১০২) (চেজ ৪/১৩২)


ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসঃ ১০০ অল আউট (২৬.৫ ওভার) (রোচ ৩৮, বুমরাহ ৭/৫)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball