promotional_ad

ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে জয় পেতে হলে রেকর্ড গড়তে হবে স্বাগতিক ইংল্যান্ডকে। কারণ তাদের সামনে ৩৫৯ রানের লক্ষ্য দাঁড়া করিয়েছে টিম পেইনের অস্ট্রেলিয়া। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৯২৮ সালে ৩৩২ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। আর সেটিই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। 


রেকর্ড জয়ের পথে এরই মধ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করেছে তারা। তবে একটা সময় সঠিক পথেই ছিল স্বাগতিকরা। দিনের শুরুতে ৭৭ রান করে অধিনায়ক জো রুট আউট হলেও জনি বেয়ারস্টো এবং স্টোকসের ব্যাটে ভালোই এগিয়ে যাচ্ছিলো দলটি।  



promotional_ad

৮৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। কিন্তু দলীয় ২৪৫ রানের সময় বেয়ারস্টোকে লাবুশানের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান হ্যাজেলউড। এরপর দলীয় ২৫৩ রানে জস বাটলার রান আউট হয়ে ফিরলে বিপদে পড়ে ইংল্যান্ড। আর ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। 


এর আগে টেস্টের তৃতীয় দিন খেলতে নেমে শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। দলীয় মাত্র ১৫ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে তারা। এরপর তৃতীয় উইকেটে জো ডেনলি এবং জো রুটের ১২৬ রানের জুটিতে বিপদ কাটিয়ে ওঠে স্বাগতিকরা। ৫০ রান করে জস হ্যাজেলউডের শিকার হয়ে ডেনলি ফিরলে এই জুটি ভাঙে। 


এরপর অধিনায়ক রুট এবং অলরাউন্ডার বেন স্টোকস মিলে নিরাপদে শেষ করেন তৃতীয় দিন। তবে তৃতীয় দিন তিন উইকেটে ১৫৬ রান নিয়ে খেলা শেষ করেছিল ইংল্যান্ড। তার আগের দিন ছয় উইকেটে ১৭১ রানে থাকা অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে থামে ২৪৬ রানে। মারনাস লাবুশানে ৮০ রান করেন। এছাড়াও জেমস প্যাটিনসনের ব্যাটে এসেছে ২০ রান। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন বেন স্টোকস। দুটি উইকেট রেখেছেন জফরা আর্চার এবং স্টুয়ার্ট ব্রড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ১৭৯ রান।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball