ধৈর্যের পরীক্ষা দিতে হবে আফগানিস্তানকেঃ মিরাজ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের স্পিনারদের থেকে নিজেদের অভিজ্ঞতাকে এগিয়ে রাখছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর মতে, অভিজ্ঞতা না থাকায় আফগান স্পিনারদের ধৈর্য ধরে লড়াই করতে হবে।
এক্ষেত্রে কতোটুকু সফল হবেন রশিদ খান-মোহাম্মদ নবিরা, এই ব্যাপারে সন্দীহান বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মিরাজ।

রবিবার (২৫ আগস্ট) মিরপুরে মিরাজ বলেছেন, 'এক জায়গায় কতক্ষণ বল করতে পারা যায় সেটাই আসলে বোলারদের ধৈর্য। ওরা কতটুকু করবে বা কতটুকু প্রস্তুতি নেবে, তারাই ভালো জানে। তবে আমি মনে করি ওদের থেকে আমরা অনেক এগিয়ে আছি টেস্ট ক্রিকেটে এবং আমরা শতভাগ দিতে পারলে হয়তো ফলাফল আমাদের পক্ষে আসবে।'
সীমিত ওভারের ক্রিকেটে ভয়ঙ্কর হলেও লম্বা দৈর্ঘ্যের ম্যাচে বাংলাদেশের অভিজ্ঞতার কাছে পরাস্ত হবে আফগানিস্তান। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই মিরাজের।
'ওদের (আফগানিস্তান) থেকে আমাদের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতাটা অনেক ভালো। ওরা ওয়ানডে, টি-টোয়েন্টিতে রান বাঁচিয়ে বোলিং করে। তারা বিভিন্ন জায়গায় বল করে থাকে। এটার জন্য হয়তো ব্যাটসম্যান অনেক সময় আক্রমণ করে।
তবে টেস্ট ক্রিকেটে তো তেমন ব্যাপার নেই যে, জোর করে মারা বা আক্রমণাত্মক খেলা। এখানে যতক্ষণ ভালো বল করবে ততক্ষণ দেখেশুনে খেলবে, একটি খারাপ বল করলে সেটিকেই মারবে। এটাই আসলে টেস্ট ক্রিকেট।'