promotional_ad

ফিল্ডিংয়ে দশে কত পেল বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ দলের বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সিরিজের ফিল্ডিং রিপোর্ট জমা দিয়েছেন কোচ রায়ান কুক। টাইগারদের ফিল্ডিং পারফর্মেন্সে সন্তুষ্ট বাংলাদেশ দলের এই ফিল্ডিং কোচ। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের বেসিকে সমস্যা আছে বলে জানিয়েছেন তিনি। তবে এখনও অনেক জায়গায় উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন কুক।


বাংলাদেশের ফিল্ডিং পারফর্মেন্সের ওপর পয়েন্ট দিয়েছেন কুক। বাংলাদেশের ফিল্ডাররা সবচেয়ে ভালো ফিল্ডিং করেছেন ওয়ানডেতে। টাইগারদের ফিল্ডিং কোচ ওয়ানডেতে ফিল্ডিং পারফরম্যান্সকে দশের মধ্যে ৭.৫ পয়েন্ট দিয়েছেন।


টেস্টে ৭ পয়েন্ট এবং টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ে ৬.৫ পয়েন্ট দিয়েছেন তিনি। একইসঙ্গে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে বেশ আশাবাদী এই কোচ। 



promotional_ad

এ প্রসঙ্গে কুক বলেছেন, ‘টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ে আমরা সম্ভবত দশের মধ্যে ৬.৫ শতাংশ সফল হয়েছি। ওয়ানডেতে ৭.৫ এবং টেস্টে ৭ শতাংশ সফল হয়েছি।। এখানে উন্নতির অনেক জায়গা আছে। তবে এখানে অনেক ক্ষেত্রেই আমরা ভালো করছি।’


বাংলাদেশের ফিল্ডাররা বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরে কত রান বাঁচিয়েছে, কত রান খরচ করেছেন এই বিষয়গুলোও রিপোর্টে উল্লেখ্য করেছেন কুক। বাংলাদেশের ভালো ফিল্ডিংয়ের জন্য কোচিং স্টাফদের প্রশংসা করেছেন তিনি।


কুক বলেছেন, ‘আমি বিশ্বকাপের ফিল্ডিং রিপোর্ট জমা দিয়েছি। একই সঙ্গে আমি যে সিরিজে যুক্ত ছিলাম এগুলোও। আমাদের স্টাফরা অনেকে আসলেই ভালো করেছে। 
টেস্টে প্রতি খেলায় আমরা কত শতাংশ পেয়েছি এটা প্রকাশ করেছি অথবা আমরা ওয়ানডে ক্রিকেটে কত রান খরচ করেছি এবং বাঁচিয়েছি এগুলো অন্তর্ভুক্ত করেছি।’


বিশ্বকাপে সবার সামর্থ্যের জায়গা বুঝেই তাদের ফিল্ডিং করানো হয়েছে। শ্রীলঙ্কা সিরিজেও এই পদ্ধতি অনুসরণ করেছে বাংলাদেশ দল। এই বিষটিকে অনেক গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ।



রায়ান কুকের ভাষ্য, ‘একটা জায়গায় আমাদের মনোযোগ দিতে হবে। সামর্থ্যের জায়গায় খেলোয়াড়দের পজিশন ঠিক করতে হবে। আমরা বিশ্বকাপে এটার ওপর অনেক জোর দিয়েছিলাম। আমরা শ্রীলঙ্কায় অনেকটাই ভালো করেছি। এগুলোই অন্তর্ভুক্ত ছিল রিপোর্টে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball