সাইফের সেঞ্চুরিতে এইচপির বড় পুঁজি
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স (এইচপি) দলের ওপেনার সাইফ হাসান। তাঁর ব্যাটে ভর করেই লঙ্কানদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করেছে বিসিবির এইচপি দল।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বিসিবি এইচপি দলের। ইনিংসে চতুর্থ ওভারে তাঁরা হারায় ওপেনার নাঈম শেখের উইকেট (৬)।
দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন আরেক ওপেনার সাইফ হাসান। ব্যক্তিগত ৩৯ রানে শান্ত ফিরলে দ্রুতই ফেরেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী (৯)।

চতুর্থ উইকেটে আরেকটি বড় জুটি গড়েন সাইফ এবং আফিফ হোসেন। চতুর্থ উইকেটে এই দুজনের ব্যাট থেকে এসেছে ১২৫ রান। এই জুটি গড়ার পথেই সেঞ্চুরি তুলে নিয়েছেন সাইফ।
সাইফ ব্যক্তিগত ১১৭ রানে আউট হলে এই জুটি ভাঙে। তাঁর ১৩০ বলের ইনিংসটি ৪ চার ও ৭ ছক্কায় সাজানো ছিল। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৭ রান।
ষষ্ঠ উইকেটে ইয়াসিন আরাফাতকে সঙ্গে নিয়ে দলকে ২৬৯ রানের পুঁজি এনে দেন আফিফ। এই বাঁহাতি ব্যাটসম্যান ৭০ বলে ৬ চার ও এক ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।
১৩ রানে অপরাজিত ছিলেন ইয়াসিন। শ্রীলঙ্কা ইমার্জিং দলের হয়ে কালানা পেরেরা নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট গেছে শিলান ফার্নান্দো, রামেশ মেন্ডিস এবং ওয়ানিডু হাসরঙ্গার ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিসিবি এইচপিঃ ২৬৯/৫ (৫০ ওভার) (সাইফ ১১৭, আফিফ ৬৮*, শান্ত ৩৯; পেরেরা ২/৪৭)