অবসর ভেঙে ফেরার ইঙ্গিত রাইডুর?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আম্বাতি রাইডু। এবার ভারতের হয়ে আবারো ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। যদিও এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
সম্প্রতি তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশানের একটি ম্যাচে খেলা দেখতে আসলে, ভারতের হয়ে ফেরার সুযোগ থাকলে ফিরবেন কিনা- এমন একটি প্রশ্নের সম্মুখীন হন ৩৩ বছর বয়সী রাইডু।
উত্তরে তিনি বলেন, 'অবশ্যই, ভারতের হয়ে কেই বা খেলতে চাইবে না? আমি এখনও কিছু ভাবিনি। তবে সাদা বলের ক্রিকেটে ফিরে আসতে আমি চেষ্টা করব। আমি খেলতে ভালোবাসি। কোনো লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া ভিন্ন জিনিস।

খেলাটাই হচ্ছে মূল কথা। তাই আমি ভাবছি খেলা কেন এগিয়ে নিয়ে যাব না? কোনো কিছু লক্ষ্য করছি না এখনই। তবে সবকি??ুর আগে চাইব ফিট হতে। লম্বা সময় আমি ক্রিকেট খেলিনি। এখন ফিট হতেই আমার এক মাসের বেশি সময় লাগবে।'
মূলত ইংল্যান্ড বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় আসর চলাকালেই অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন রাইডু। বিশ্বকাপের জন্য ভারতের রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় ছিলেন তিনি।
ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথে ওপেনার শিখর ধাওয়ান এবং অলরাউন্ডার বিজয় শঙ্কর ছিটকে গেলেও জায়গা হয়নি রাইডুর। ধাওয়ানের বদলি হিসেবে ঋষভ পান্ত এবং বিজয়ের বদলি হিসেবে মায়াঙ্ক আগারওয়াল জায়গা পান।
প্রথমত, বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ হয়নি রাইডুর। এরপর দুইবার সম্ভাবনা জাগলেও স্বপ্ন পুরণ হয়নি তাঁর। সবমিলিয়ে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।
ভারতের হয়ে ৫০টি ওয়ানডে ম্যাচে ৪৭.০৫ গড়ে ব্যাট হাতে ১ হাজার ৬৯৪ রান করেছেন রাইডু। তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১২৪ রান। ৩টি সেঞ্চুরির সাথে তাঁর রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি।
ওয়ানডেতে দারুণ ছন্দে থাকলেও ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে একেবারেই মানিয়ে নিতে পারেননি তিনি। ৫ টি টোয়েন্টিতে তাঁর রান মোটে ৪২! ব্যাটিং গড় মাত্র ১০.৫০।