আবু ধাবিতে বাংলাদেশ মিশনে আফগানিস্তান

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ক্যাম্প করেছে আফগানিস্তান। নিজেদের ফিট রাখতে ঘাম ঝরাচ্ছে রশিদ খানের দল।
ইতোমধ্যেই গত বৃহস্পতিবার এবং শুক্রবার (২২ ও ২৩ আগস্ট) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে আফগানরা। আপাতত ফিটনেস রক্ষার মিশনে আছে তারা।

ইংল্যান্ড বিশ্বকাপ শেষে এবারই প্রথম মাঠে নামবে আফগানিস্তান। বাংলাদেশে তিন সপ্তাহের জন্য আসছে তারা। ৫ সেপ্টেম্বর একমাত্র টেস্টের পর জিম্বাবুয়ে এবং বাংলাদেশসহ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচটি। এরপর আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ফাইনালসহ মোট সাতটি ম্যাচ খেলা হবে এই সিরিজে। সিরিজের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।