promotional_ad

বোল্ট সব কন্ডিশনের বোলারঃ জার্গেনসেন

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে যেকোনো কন্ডিশনেই কার্যকরী মনে করেন দলটির বোলিং কোচ শেন জার্গেনসেন। বোলিং অ্যাকশন এবং বাঁহাতি পেসার হিসেবে বাড়তি সুবিধার কারণে বোল্ট আন্তর্জাতিক ক্রিকেটে সফল হয়েছেন বলে মনে করেন তিনি।


শুক্রবার (২৩ আগস্ট) নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটে নাম লিখিয়েছেন বোল্ট। তাঁর সামনে রয়েছেন কেবল স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্যানিয়েল ভেট্টোরি (৩৬১)। এই মাইলফলকে নাম লেখানোর পর কিউই এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ জার্গেনসেন।



promotional_ad

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আজকে ট্রেন্টের জন্য বিশেষ দিন। নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে ২৫০ উইকেট দখল করেছে। আমি মনে করি তার বোলিং অ্যাকশনটি দারুণ কার্যকর। সব মিলিয়ে এটি সাধারণ। সে যা করতে পারে এটা তাঁর জন্য সহায়ক। অ্যাকুরেসি বর্তমান বিশ্বে অন্যতম গুরুতবপূর্ণ বিষয়। বাঁহাতি বোলার হিসেবে সে কিছুটা সুবিধা পেয়ে থাকে এবং এটা আমাদের বোলিং গ্রুপে ভ্যারিয়েশন তৈরি করে।'


জার্গেনসেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে মূল্যায়ন করছেন বোল্টকে। লম্বা ক্যারিয়ারে এটা তিনি প্রমাণ করেছেন বলে বিশ্বাস বাংলাদেশের সাবেক এই কোচের। বোল্টের যে স্কিল রয়েছে তা উপযুক্ত কন্ডিশনে তাঁকে জ্বলে উঠতে সাহায্য করে বলে মনে করেন জার্গেনসেন।


'সে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার এবং এটা লম্বা সময় ধরে সে প্রমাণ করেছে। তার দক্ষতা রয়েছে প্রয়োগ করার এবং যে ধরণের কন্ডিশনে তাঁকে প্রয়োজন সে জ্বলে উঠতে পারে। আমি আরও মনে করি সে ম্যাচের যে কোনো পর্যায়ে বল করতে পারে। এটা আসলেই গুরুত্বপূর্ণ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball