বোল্টের ২৫০

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ট্রেন্ট বোল্ড। বোল্টের আগে কিউইদের হয়ে এই রেকর্ড আছে কেবল স্যার রিচার্ড হ্যাডলি এবং ড্যানিয়েল ভেট্টরি।
বোল্টের রেকর্ডের দিনে বৃষ্টির কারণে এক সেশনের বেশি খেলা হয়নি। দ্বিতীয় দিনের শুরুতে বোল্ট এবং টিম সাউদির জোড়া আঘাতে শ্রীলঙ্কার টপ অর্ডার এবং মিডল অর্ডারে ধস নামে।
এরপর লঙ্কানদের ইনিংস দ্রুত গুটিয়ে দেয়ার স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড। তবে সেটা হতে দেয়নি বৃষ্টি। পরের দুই সেশন বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৪৪ রান।

শ্রীলঙ্কার হয়ে ধনাঞ্জয়া ডি সিলভা ৩২ ও দিলরুয়ান পেরেরা ৫ রান করে অপরাজিত আছেন। গল টেস্টে দুই দিনে খেলা হয়েছে মাত্র ৬৬ ওভার। ২ উইকেটে ৮৫ রান দিয়ে দিন শুরু করা লঙ্কানদের ভালো সূচনা করতে দেননি কিউই বোলাররা।
অ্যাঞ্জেলো ম্যাথুসকে কট বিহাইন্ড করে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন বোল্ট। একই ওভারে লঙ্কান ব্যাটসম্যান কুসল পেরেরাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন তিনি।
পঞ্চম উইকেটে টপ অর্ডার ব্যাটসম্যান ডি সিলভার সঙ্গে জুটি বেধে বিপর্যয় সামাল দেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। লঙ্কান দলপতিকে কট বিহাইন্ড করে ফেরান টিম সাউদি।
একই ওভারে রানের খাতা খোলার আগে নিরোশান ডিকওয়েলাকে ফেরান সাউদি। এরপর অবশ্য আর উইকেট পতন হতে দেননি দিলরুয়ান এবং সিলভা। লড়াইয়ের পুঁজি পেতে শেষ পর্যন্ত এই দুজনের দিকেই তাকিয়ে আছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন শেষে ৮৫/২) ১৪৪/৬ (৬৬ ওভার) (করুনারত্নে ৬৫, ডি সিলভা ৩২*, দিলরুয়ান ৫*; বোল্ট ২/৩৩, সাউদি ২/৪০)