বিশ্বকাপ সুপার লিগে ইংল্যান্ডের মাটিতে খেলবে আয়ারল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে খেলতে যাবে আয়ারল্যান্ড। ২০২০ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে উইলিয়াম পোর্টারফিল্ড-কেভিন ও ব্রায়ানরা।
সেপ্টেম্বরের ১০ তারিখ ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর এজবাস্টন এবং ওভালে বাকি দুটি ওয়ানডে ম্যাচে লড়বে দু'দল। ১৫ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে।

আয়ারল্যান্ড ক্রিকেটের পারফর্মেন্স পরিচালক রিচার্ড হোল্ডসওরর্থ বিষয়টি নিশ্চিত করেছেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতোমধ্যে তাঁদের সকল ধরণের আলাপআলোচনা শেষ বলে জানিয়েছেন তিনি।
রিচার্ড হোল্ডসওরর্থ বলেন, 'আমরা বিশ্বকাপ সুপার লিগের দিকে চেয়ে আছি। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের সঙ্গে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছি আমরা।
ওয়ানডে লিগ খুবই দারুন একটি সুযোগ আমাদের জন্য বাকিদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। আর ২০২৩ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই লিগ আমাদের অনেক সাহায্য করবে বলে আশা করছি।'
২০২০ সালের মে মাস থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত চলবে এই বিশ্বকাপ সুপার লিগ। যেখানে মোট ১২টি দল অংশ নিবে নেদারল্যান্ড সহ। এখান থেকেই ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে দলগুলি। সুপার লিগে অংশ নেয়া ১২টি দেশ যেকোনো ৮টি দেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে।