হেডিংলি টেস্টের প্রথম দিন আর্চারের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হেডিংলি টেস্টের প্রথম দিনটি নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার। ৬ উইকেট তুলে নিয়ে সফরকারী অস্ট্রেলিয়াকে আকাশ থেকে মাটিয়ে নামিয়ে এনেছেন এই পেসার। তাঁর ৬ উইকেটের দিনে অজিরা গুটিয়ে গিয়েছে মাত্র ১৭৯ রানে। ৪৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন আর্চার।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তাঁর আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার মার্কাস হ্যারিসের উইকেট হারিয়ে বসে টিম পেইনের দল। ০ রানে জফরা আর্চারকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার।
এরপরই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি থামার পর ব্যাটিং করতে নেমে দলীয় ২৫ রানে উজমান খাওয়াজাকে বিদায় করেন আরেক পেসার স্টুয়ার্ট ব্রড। দুই উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল ধরেন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশেন।

এই জুটিতে দুজন মিলে যোগ করেন ১১১ রান। তাঁদের ব্যাটে ভর করে ভালোই এগুচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু তখনই বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন আর্চার। ৬১ রানে ডেভিড ওয়ার্নারকে বিদায় করেন তিনি।
খানিক পর ট্রাভিস হেডকে ০ রানে বিদায় করেন ব্রড। এর এক রান পর ০ রানে ম্যাথিউ ওয়েডকে সাজঘরে পাঠান আর্চার। ১৩৯ রানে ৫ উইকেট হারানো অজিদের পক্ষে লড়াই চালিয়ে যান ল্যাবুশেন এবং অধিনায়ক পেইন।
তাঁদের ব্যাটে দলীয় ১৫০ পার হলেও ১৬২ রানে পেইনকে লেগ বিফরের ফাঁদে ফেলেন ওকস। এরপর বোলিংয়ে এসে জোড়া উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনেন আর্চার। ল্যাবুশেনকে ৭৪ রানে বোল্ড করেন স্টোকস।
দলীয় ১৭৯ রানে নাথান লায়নকে বিদায় করে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন আর্চার। ৪৩ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে অল আউট হয় অজিরা। প্রথম দিন এরপর আর ব্যাটিংয়ে নামেনি ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ১৭৯ অল আউট (ওয়ার্নার ৬১, ল্যাবুশেন ৭৪) (আর্চার ৬/৪৫)