বৃষ্টি বাঁধায় কলম্বো টেস্ট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। এরপর আজ বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যে কলম্বোর পিসারা ওভালে দ্বিতীয় টেস্ট খেলতে নামে দিমুথ করুনারত্নের দল। তবে ম্যাচের শুরু থেকেই বৃষ্টি বাঁধার মুখে পরতে হয়েছে দুই দলকে।
দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করতে নেমে বৃষ্টির কারণে মাত্র ৩৬.৩ ওভার খেলতে পেরেছে স্বাগতিকরা। এই সময়ের মধ্যে ২ উইকেটে ৮৫ রান সংগ্রহ করে তারা। দিন শেষে অধিনায়ক এবং ওপেনার করুনারত্নে অপরাজিত আছেন ৪৯ রানে। আর তাঁর সঙ্গী অ্যাঞ্জেলো ম্যাথুস এখনও রানের খাতা খোলেননি।

এদিন ব্যাটিং করতে নেমে দলীয় মাত্র ২৯ রানের মাথায় প্রথম উইকেটটি হারায় শ্রীলঙ্কা। ওপেনার লাহিরু থিরিমান্নেকে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান নিউজিল্যান্ডের স্পিনার উইলিয়াম সমারভিল।
এরপর দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন অধিনায়ক করুনারত্নে। কিন্তু ৭৯ রানের সময় কুশলকে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের হাতে তালুবন্দি করে ফিরিয়ে দেন কিউই অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ৩২ রান করা কুশল সাজঘরে ফিরলে বৃষ্টি বাঁধায় আর বেশিক্ষণ খেলা গড়ায়নি।
সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলঙ্কা- ৮৯/২ (৩৬.৩ ওভার) (প্রথম ইনিংস ও প্রথম দিন) (করুনারত্নে-৪৯*, ম্যাথুস-০*; গ্র্যান্ডহোম-১/১৪, সমারভিল-১/২০)