টেস্টের জন্য সবসময় বসে থাকলে হয় নাঃ মুমিনুল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন মুমিনুল হক। কিন্তু সেবার মাত্র ২টি ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয় তাঁর। সেই বিশ্বকাপের পর টানা প্রায় ৩ বছর ওয়ানডে খেলার জন্য অপেক্ষা করতে হয় তাঁকে।
২০১৮ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো সীমিত ওভারের ক্রিকেটে ফেরেন মুমিনুল। অবশ্য ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে নিয়মিত না হলেও টেস্ট দলের অপরিহার্য সদস্য এই ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু সাম্প্রতিক সময়ে খুব বেশি টেস্ট খেলা না থাকায় জাতীয় দলের হয়ে মাঠে নামার প্রতীক্ষা বাড়ছে মুমিনুলের।

যদিও ৩৫ টেস্টে ২ হাজার ৫৫৮ রান করা এই ব্যাটসম্যান হাপিত্যেশ করে বসে থাকার পাত্র নন। বরং পুরোদমে নিজের অনুশীলন চালিয়ে যাওয়াটাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। উন্নতির জায়গাগুলো খুঁজে বের করার লক্ষ্য নিয়ে সামনে এগোতে চান মুমিনুল।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি বছর ওয়েলিংটনে সর্বশেষ টেস্ট খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, 'আমি আপাতত ওভাবে চিন্তা করছি না। টেস্ট ক্রিকেটের জন্য সবসময় বসে থাকলে হয় না। যেসব জায়গায় উন্নতি দরকার সেখানে উন্নতি করতে আপনাকে অনুশীলন সবসময়ই চালিয়ে যেতে হবে। এ কারণেই আমি বাড়তি অনুশীলন করি।'
দেশের হয়ে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেলার আশা এখনই অবশ্য ছাড়ছেন না মুমিনুল। টেস্টে এবং আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করতে পারলে আবারো রঙিন পোশাকে ফেরা সম্ভব হবে বলে প্রত্যাশা করেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই ম্যাচটিকে সামনে রেখে মুমিনুল বলেন, 'আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে যদি আমি খুব ভালো গড় নিয়ে যাই, বা বিপিএলে ভালো অবস্থান নিয়ে যাই, যদি ভালো করতে পারি তাহলে ভালো একটা সুযোগ আছে।'