আফগান স্পিনারদের বিপক্ষে ভারত সিরিজের প্রস্তুতি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলতি বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। তাঁর আগে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টে লড়বে টাইগাররা।
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজটির আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে নিজেদের ঝালাই করে নেয়ার জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন মমিনুল হক। বিশেষ করে ভারতের স্পিনারদের বিপক্ষে প্রস্তুতি নেয়ার জন্য আফগান স্পিনারদের বিপক্ষে ভালো খেলতে হবে বলে মনে করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আফগানিস্তানের স্কোয়াডে বিশ্বমানের কয়েকজন স্পিনার রয়েছে, যাদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। লেগ স্পিনার রশিদ খান ছাড়াও টেস্ট স্কোয়াডে আছেন চায়নাম্যান স্পিনার জহির খান অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবির পাশাপাশি আছেন কাইস আহমেদ।
ভারতীয় দলে কুলদীপ যাদব, রবিচন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা এবং যুবেন্দ্র চহলদের মত বিশ্বমানের স্পিনাররা আছেন। তাই ভারতের স্পিনারদের সামাল দেয়ার জন্য আফগান স্পিনারদের দিয়ে নিজেদের প্রস্তুতি সাড়তে চাইছে বাংলাদেশ।
মমিনুল বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওদের স্পিন আক্রমণ আমাদের সামনে আসবে। এটা ভালো প্রস্তুতি হবে। আমরা জানি যে উপমহাদেশে ওদের স্পিন আক্রমণ অনেক ভয়ঙ্কর।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে এই ম্যাচ খেলা একটা ভালো প্রস্তুতি। আমাদের সবার জন্যই ভালো সুযোগ। মনে হয় ভালো একটি খেলা হবে।'
আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই সিরিজের পর নভেম্বরের ১৪ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বাংলাদেশ।