ডমিঙ্গোর কাছ থেকে 'সবকিছু' নেবেন না মুমিনুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের নবনিযুক্ত প্রধান কোচ রাসেল ডমিঙ্গো থেকে সবধরনের ব্যাটিং দীক্ষা নেবেন না মুমিনুল হক। শুধু যেটুকু তাঁর 'প্রয়োজন', ততটুকুই নেবেন বাংলাদেশের এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটসম্যান। এক্ষেত্রে ডমিঙ্গোর চেয়ে নিজের ব্যক্তিগত কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে প্রাধান্য দিচ্ছেন তিনি।
'সবার একজন ব্যক্তিগত কোচ থাকে। আমি ওনার (ডমিঙ্গো) কাছ থেকে সবকিছু নেবো, এমন না বিষয়টা। উনি যে পরামর্শ দেবে, যেটা আমার জন্য দরকার সেটা নেবো। আমার যদি ভালো লাগে তাহলে ওভাবে নেবো।' বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের বলেছেন মুমিনুল।

বিকেএসপিতে বেড়ে উঠেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ক্রিকেট শুরুই করেছেন এদেশের জনপ্রিয় এবং স্বনামধন্য কোচ সালাউদ্দিনের হাত ধরে। সাদা পোশাকে নিজেকে মেলে ধরতে সালাউদ্দিনের দীক্ষা বরাবরই কাজে লেগেছে মুমিনুলের।
গত বুধবার বাংলাদেশের ক্রিকেটারদের দঙ্গে পরিচিতি পর্ব পার করেছেন ডমিঙ্গো। ক্রিকেটারদের সঙ্গে এখনও ভালোভাবে পরিচিত না হতে পারলেও তাদের সম্পর্কে ভালোভাবে জানতে চান প্রোটিয়া এই কোচ।
মুমিনুলের মতে, ভালো পারফরমেন্সেই কোচের চোখে নজর কেড়ে নেওয়া সম্ভব। 'কোচ কি চাচ্ছে ওটা চিন্তা না করে নিজের কাজ ঠিকভাবে করলেই হয়।
যেমন আপনি যদি ফিটনেসের দিক দিয়ে বা ব্যাটিং-বোলিংয়ে ভালো করেন তাহলে দুনিয়ার যত ভালো কোচ হোক বা যত খারাপ কোচ হোক- আপনাকে এমনিতেই নেবে।' বলেছেন তিনি।