সড়ক দুর্ঘটনার শিকার বাংলাদেশের তিন ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন এইচপি ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার। বিকেএসপি থেকে ঢাকায় ফেরার পথে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হন তাঁরা।
যার মধ্যে ছিলেন জাতীয় দলের জার্সিতে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান, বাঁ-হাতি পেসার মেহেদী হাসান রানা এবং তরুণ পেসার মানিক খান।

বুধবার শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে ২ উইকেটে জয় তুলে নেয়ার পর মিরপুরে বিসিবি একাডেমিতে ফিরছিলেন ক্রিকেটাররা। সে সময়ই এই দুর্ঘটনার কবলে পড়েন এই তিন ক্রিকেটার।
তবে তিনজনের মধ্যে কারও চোটই গুরুতর নয়। মাথায় হালকা আঘাত পেয়েছেন জাকির, রানা আঘাত পেয়েছেন বুকে এবং মানিক খান চোট পেয়েছেন পায়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সাভারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাঁদের।
এরপর রাতে মিরপুরে বিসিবি একাডেমি ভবনে ফেরেন এই তিন ক্রিকেটার। তবে এই তিন ক্রিকেটার গতকালের ম্যাচে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন। মূল দলের ক্রিকেটাররা ম্যাচ শেষে টিম বাসে করে ফিরে আসেন ঢাকায়।
জাকির-রানারা ফিরছিলেন একটি ছোট কোস্টারে করে। কোস্টারটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আসতেই একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।