সাকিব ইস্যুতে বিপিএলের নিয়ম বদলাবে কেন, প্রশ্ন নাফিসার

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কিছুদিন আগে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তার কিছুদিন পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিল ঘোষণা দেয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ক্রিকেটারদের এমন চুক্তি বৈধ নয়। কারণ মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজি চুক্তি নবায়ন করেনি। নতুন একটি সাইকেল শুরু করার কথাও বলে তারা। এমন সিদ্ধান্তে বিরক্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্ণধার নাফিসা কামাল।
বুধবার বিকেলে তিনি বলেন, ‘আমার কথা হলো আমি বিশ্বকাপের মাঝপথে মুশফিককে সাইন করিয়েছি। তামিম বিশ্বকাপের আগেই খুলনাতে গেছে। তখন কেন ইস্যু হয়নি?
আমাদের তখন জানালে আরো ভালো প্রস্তুতি নিতে পারতাম। এখন হঠাৎ করে একটি ইস্যুকে কেন্দ্র করে পুরো কাঠামো পরিবর্তনের পক্ষে আমি না।’
‘এখন সব সাজেশন আসছে একটি ইস্যুতে। ওই সমস্যার জন্য আলাদা সমাধান বের করা উচিত। পুরো কাঠামো বদলানো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’ যোগ করেন নাফিসা।

বিশ্বকাপ চলাকালীন চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লায় যোগ দেন মুশফিকুর রহিম। এ ছাড়া কুমিল্লা ছেড়ে খুলনা টাইটান্সে যোগ দেন তামিম ইকবাল।
তখন নিয়ম নিয়ে কোনো কথা না বললেও সাকিব যখন ঢাকা ছেড়ে রংপুর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হন, তখনই টনক নড়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের।
সংবাদ সম্মেলন ডেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ক্রিকেটারদের ব্যক্তিগত চুক্তির বিষয়টিকে অবৈধ বলে ঘোষণা করে বিসিবি।