ওয়ালশের চেয়ে আমি আলাদাঃ ল্যাঙ্গেভেল্ট

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের স্থলাভিষিক্ত হয়েছেন চার্ল লেঙ্গেভেল্ট। বুধবার (২১ আগস্ট) দলের সঙ্গে যোগ দিয়েই তিনি জানিয়েছেন, ওয়ালশের চেয়ে তাঁর কোচিং তরিকা ভিন্ন।
ওয়ালশের কোচিং দর্শনের সঙ্গে তাঁর কোচিং পদ্ধতির কোনো মিল নেই বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত ল্যাঙ্গেভেল্ট। তাঁর কোচিং পদ্ধতির অনেকটাই দক্ষতা নির্ভর।

এ প্রসঙ্গে ল্যাঙ্গেভেল্ট বলেছেন, ‘ওয়ালশ অসাধারণ একজন বোলার কিন্তু আমার দর্শন ভিন্ন। আমার কোচিং পদ্ধতিটাও ভিন্ন। যেখানে গুরুত্ব পায় দক্ষতা।’
উপমহাদেশে পেস বোলারদের সবচেয়ে বড় অস্ত্র গতি আর বাউন্স। দুটোরই সামর্থ্যের অভাব রয়েছে বাংলাদেশের বোলারদের। সুইং করানোর মতো বোলারও খুব বেশি নেই। ল্যাঙ্গেভেল্ট মনে করেন বাউন্স, সুইং দুটোই প্রকৃতগত।
তিনি লাইন-লেন্থে ধারাবাহিকতা চান ল্যাঙ্গেভেল্ট। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও লাইন-লেন্থে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তাঁর সঙ্গে দর্শন আলাদা থাকলেও লাইন-লেন্থের ধারাবাহিকতার জায়গায় ওয়ালশের সঙ্গে একমত ল্যাঙ্গেভেল্ট।
‘আমি বল সুইং করাতে পারি। এই ব্যাপারে ছেলেদের সাহায্য করতে পারি। বল সুইং না করলেও ধারাবাহিকভাবে বোলিং করে যেতে হবে। লাইন এবং লেন্থে ধারাবাহিক হওয়া প্রয়োজন। লাইন এবং লেন্থে ধারাবাহিকতা ফেরানোই লক্ষ্য।’