কেবল তাসকিনেই সম্ভাবনা দেখছেন ল্যাঙ্গেভেল্ট

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের পেসারদের বাউন্স দেওয়ার প্রবণতা অনেক কম। পেসাররা পর্যাপ্ত লম্বা না হওয়ায় বাউন্সারে তাদের দুর্বলতা থেকে যায় বলে মনে করছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। এক্ষেত্রে কেবল তাসকিন আহমেদের সম্ভাবনাই দেখছেন তিনি।
সাবেক প্রোটিয়া এই পেসার বলেছেন, ‘বাউন্স দেওয়া সহজ নয়, কেননা ক্রিকেটাররা অমন লম্বা নয়। কেবল তাসকিনই লম্বা। সে যদি ইনজুরিতে না পড়ে খেলতে পারে তাহলে অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে।’
বোলারদের বোলিংয়ের যাবতীয় স্কিল রপ্ত করাতে চান ল্যাঙ্গেভেল্ট। বিশেষ করে গুরুত্ব দিতে চান সুইং বোলিংয়ে। এ কারণে পেসারদের কাছে ধারাবাহিকতা প্রত্যাশা করছেন তিনি।
‘আমি বল সুইং করাতে পারি। এই ব্যাপারে ছেলেদের সাহায্য করতে পারি। বল সুইং না করলেও ধারাবাহিকভাবে বোলিং করে যেতে হবে। লাইন এবং লেন্থে ধারাবাহিক হওয়া প্রয়োজন।’
পেস বোলিং কোচ হয়ে বাংলাদেশে যারা এসেছেন তাদের প্রত্যেকেরই প্রত্যাশা থাকে ধারাবিকতার। সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও এ বিষয়ে বারবার বলেছেন।
যদিও তাতে ফলাফল মেলেনি। ল্যাঙ্গেভেল্টের কাছে তাই এটি একটি বাড়তি চ্যালেঞ্জ হয়েই থাকল।
