promotional_ad

টেস্টে ভালো করার উপায় জানালেন ডমিঙ্গো

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্টে ভালো করা উপায় বাতলে দিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। যদিও সেটা নতুন কিছু নয়। বেশি বেশি টেস্ট খেলতে বলছেন প্রোটিয়া এই কোচ। বেশি ম্যাচ খেলতে পারলে এই ফরম্যাটে দ্রুত উন্নতি করা সম্ভব বলে মনে করছেন ডমিঙ্গো।


বাংলাদেশের ক্রিকেটকে পিছিয়ে থাকার পেছনে অপর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলাকে দায়ী করছেন সাবেক এই প্রোটিয়া কোচ। এ ছাড়া ক্রিকেটারদের মাঝে টেস্ট খেলার মানসিকতা গড়ে তোলা প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। 



promotional_ad

বাংলাদেশ সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছে ৬ মাস আগে। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে আবারও এই ফরম্যাটে মাঠে নামবেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।


ডমিঙ্গো বলছেন, ‘ভেবে দেখুন ছয় মাস ধরে কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। আসলে বাংলাদেশ টেস্ট খুব কম খেলে। শুনতেও খারাপ লাগে যে বাংলাদেশ বেশি টেস্ট খেলে না। এটাই উন্নতির পথে বড় বাধা। যতো বেশি খেলবে ততোবেশি এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে।


এতে টেস্ট খেলার মানসিকতা গড়ে উঠবে। ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর দিকে তাকিয়ে দেখুন, তারা অনেক বেশি টেস্ট খেলে। তাই তারা কিন্তু টেস্ট দল হিসেবেও অনেক বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী। তাই টেস্টে ভালো করতে হলে বেশি বেশি ম্যাচ খেলার কোনো বিকল্প নেই।’ 



আগামী ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্ট দিয়েই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করবেন ডমিঙ্গো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball