ইয়র্কার শিখতে বাড়তি পরিশ্রম করতে হবেঃ ল্যাঙ্গেভেল্ট

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইয়র্কার শিখতে হলে বাড়তি পরিশ্রমের বিকল্প নেই পেসারদের। মিরপুরে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নবনিযুক্ত পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট।
তাঁর ভাষায়, ‘ইয়র্কারে আমি সবসময় বিশ্বাস করি। কিন্তু ক্রিকেট বিশ্ব এতোটাই পরিবর্তিত হয়েছে যে আপনি যদি ইয়র্কার মিস করেন তবে তা ছক্কা হতে পারে। তারপরেও একজন বোলিং কোচ হিসেবে বলব আপনার ইয়র্কার রপ্ত করা উচিত। এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।’
নিজের ক্রিকেট ক্যারিয়ারে ইয়র্কার এবং নাকল বলে বেশ দক্ষ ছিলেন প্রোটিয়া এই কোচ। এই সুবাদে তাঁর প্রতি প্রত্যাশার কোনো কমতি নেই। বাংলাদেশের যে কোনো পেসারই ইয়র্কারে পাকা হতে চাইবেন ল্যাঙ্গেভেল্টের কাছ থেকে।
এক্ষেত্রে বাড়তি পরিশ্রমের বিকল্প দেখছেন না প্রোটিয়া এই কোচ, ‘চাপের মুখে আপনি যখন ইয়র্কার করবেন তখন তা ভালো বল হিসেবেই গণনা হবে। নিয়মিত অনুশীলনের পর আপনাকে অতিরিক্ত ২০টি বল করতে হবে। ইয়র্কার জানলে আপনার বোলিংয়ে বৈচিত্র্য আসবে।’
মূলত গতিতে বৈচিত্র্য আনতে পারলে ইয়র্কার রপ্ত করা সম্ভব। কিন্তু তা রপ্ত করা অনেক বেশি কঠিন উঠতি যেকোনো বোলারের জন্য। ল্যাঙ্গেভেল্ট আরও বলেন, ‘পেসের বৈচিত্র্য আনতে পারলে ভালো ইয়র্কার এবং বাউন্সার সম্ভব। এটার জন্য অনেক বেশি অনুশীলন করতে হবে।’
