promotional_ad

ক্রিকেটারদের বিশ্বাস এবং মন জয় করতে চান ডমিঙ্গো

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দ্রুত ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব গড়ে তুলতে চান নবনিযুক্ত প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ক্রিকেটারদের বিশ্বাস এবং মন জয় করাই তাঁর প্রথম লক্ষ্য।


বাংলাদেশের ক্রিকেটকে আরও একধাপ ওপরে নিয়ে যেতে হলে সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকা জরুরি বলে বিশ্বাস করেন এই প্রোটিয়া। সৌম্য-মমিনুলরা কীভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটা জানতে চান তিনি। 



promotional_ad

সেই সঙ্গে ক্রিকেটারদের কাছ তাঁরও অনেক কিছু শিখার আছে বলে মনে করছেন ডমিঙ্গো। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের আগে সব কিছু বুঝে উঠতে চান তিনি।


ডমিঙ্গো বলেন, 'আমার এখন প্রধান লক্ষ্য হচ্ছে দলের সকল ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। খেলোয়াড়দের মানসিকতা বুঝে ওঠা, তাদের সঙ্গে এক দুই সপ্তাহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।


তাদের বিশ্বাস এবং মন জয় করা। আমি দেখতে এবং জানতে চাই তাঁরা কীভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আগামী কয়েকদিন এই বিষয়টি নিয়েই কাজ করব। তাদের থেকেও হয়তো আমার অনেক কিছু শিখার আছে।'



আগামী ৫-৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে হবে একমাত্র টেস্ট। আর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ১৩-২৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু হবে ডমিঙ্গোর কোচ হিসেবে বাংলাদেশে পথচলা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball