শুধু বিশ্বকাপ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ ডমিঙ্গো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে অষ্টমস্থানে থেকে আসর শেষ করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে মাত্র ৩টি জয় পাওয়া বাংলাদেশকে বিশ্বকাপের পারফর্মেন্স দিয়ে বিচার করতে চান না নতুন কোচ রাসেল ডমিঙ্গো।
মঙ্গলবার বাংলাদেশে আসার পর বুধবার মিরপুরে অনুষ্ঠিত ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন এই প্রোটিয়া। নতুন অ্যাসাইনমেন্টে প্রথম দিন কথা বলেছেন, ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্মেন্স নিয়ে।

ডমিঙ্গো বলেন, 'বাংলাদেশ কিন্তু খারাপ দল না। বিশ্বকাপে ভালো করেছে। ফলাফল যাই হোক না কেন বাংলাদেশ কিন্তু ইতিবাচক ক্রিকেট খেলেছে। সবসময় ফলাফল দিয়ে সবকিছু বিচার করা যায় না।’
বিশ্বকাপের পর এবার নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নতুন কোচের অধীনে যাত্রা শুরু করবে টাইগাররা। ডমিঙ্গো জানিয়েছেন, বাংলাদেশে কাজ করাটা চ্যালেঞ্জিং হলেও বিষয়টি উপভোগ করবেন তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং। কোচ হিসেবে যদি আপনি যদি জানেন আপনার দায়িত্ব কি তবে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমিও এটা উপভোগ করি। এদেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা বেশি। আমার প্রধান কাজ এখন ক্রিকেটারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা।
আগামী ৫-৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে হবে একমাত্র টেস্ট। আর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ১৩-২৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু হবে এই কোচের যাত্রা।