আফগান স্পিনার মোকাবেলায় মুশফিকের বাড়তি প্রস্তুতি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশে স্পিন বৈচিত্র্য নিয়ে হাজির হচ্ছে আফগানিস্তান। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমানদের মোকাবেলা করতে ইতোমধ্যেই নেটে অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পের দ্বিতীয় দিনে নিয়মিত অনুশীলনের পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে লম্বা সময় ধরে স্পিনারদের বিপক্ষে ব্যাট চালাতে দেখা গেছে মুশফিককে।
কিন্তু এদের কেউই জাতীয় দলের স্পিনার নন। বরঞ্চ নিজ উদ্যোগে কয়েকজন স্পিনারকে নিয়ে অনুশীলন করেন মুশফিক।
ভেতরের খবর অনুযায়ী, কয়েকজন স্পিনারকে অনুশীলনে সহায়তা করার জন্য নিয়মিত অর্থ সহায়তা করে থাকেন জাতীয় দলের এই ন??র্ভরযোগ্য ব্যাটসম্যান।
আফগানিস্তানের বিপক্ষে থাকছেন না তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে গিয়েছেন তিনি। তামিমের অনুপস্থিতে মিডল অর্ডারে অন্যতম ভরসার প্রতিক মুশফিক।
এ কারণে পুরোদমে অনুশীলনও চালাচ্ছেন মুশফিক। এমনিতেও বাংলাদেশ দলের সবচেয়ে বেশি পরিশ্রমী ক্রিকেটার মুশফিক। পরিশ্রমের মাত্রা কোনোভাবেই থামাতে চান না ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
কিছুদিন আগেই মুশফিক বলেছেন, ‘আমি এখন আর ছোট নই। তাই যেভাবে খেলে বেশি ভালো ফলাফল পাবো, সেভাবেই খেলব। সত্যি বলতে আমি এখন ক্যারিয়ারের শেষ ভাগে আছি। আমার এখন আর বিশ্রাম করার সময় নেই। ১০-১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এখনই সময় নিজের ক্রিকেটকে আরও একধাপ উপরে নিয়ে যাওয়ার।
শুধু ৫০-৬০ করেই সন্তুষ্ট থাকতে চাই না, দলের জন্য ম্যাচজয়ী ইনিংস খেলতে চাই। আমার বিশ্বাস নিজের খেলাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারব। যখন আপনি কঠিন প্রতিপক্ষ এবং ভিন্ন কন্ডিশনে ভালো করবেন, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।’
