লিটন-মিঠুনদের থেকে শিখছেন না নাঈম-আফিফরা!
ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন মঞ্চে ধারাবাহিকভাবে রান করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন লিটন দাস-মোহাম্মদ মিঠুনরা। ধারাবাহিকতার বিষয়টি তাদের কাছ থেকে শিখতে পারছেন না নাঈম শেখ-আফিফ হোসেনরা। এমনটা মনে করছেন হাই পারফর্মেন্স (এইচপি) দলের প্রধান কোচ সায়মন হেলমট।
‘আমরা আগেই দেখেছি। কেউ যখন অনেক রান করে তখন সে জায়গা করে নেয়। মিঠুন অনেক রান করেই জাতীয় দলে জায়গা করে নিয়েছে। লিটন-সাইফউদ্দিনরাও কিন্তু তাই। নাঈম শেখ, আফিফ, বিপ্লব, মিশুদের আমরা দেখেছি।
তারা নিজেদের সুপ্ত প্রতিভা বিকশিত করেছে। তবে ওদের অনেক ধারাবাহিক হতে হবে। তাহলেই ওরা জাতীয় দলের জন্য প্রস্তুত হবে।’ মঙ্গলবার মিরপুরে বলেছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারায় নাজমুল হোসেন শান্তর দল তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। আগামী বুধবার (২১ আগস্ট) বিকেএসপির একই মাঠে সিরিজ সমতার লড়াইয়ে মিশনে নামবেন আফিফ-শান্তরা।
ক্রিকেটাররা যেন আসন্ন ম্যাচগুলোতে আরও ধারাবাহিক পারফর্ম করতে পারে সেটাই প্রত্যাশা হেলমটের, ‘আমি আরও ধারাবাহিক পারফর্মেন্স চাই। রান করে, উইকেট নিয়ে আর ক্যাচ ধরেই জাতীয় দলে জায়গা করে নিতে হবে।
ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেদের ম্যাচের অভিজ্ঞতা অর্জন করা। তাহলে তারা চাপের মধ্যে খেলতে পারবে। শুধু জাতীয় দলে সুযোগ করে নেয়ার জন্য নয়, নিজেদের জন্যই পারফর্ম করতে হবে।’
