promotional_ad

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল ভারত

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স দলের সঙ্গে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ভারত তাদের অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াড ঘোষণা করেছে মঙ্গলবার।


স্কোয়াডে ডাকা হয়েছে ১৫ জন ক্রিকেটারকে। আসন্ন এই সিরিজে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক করা হয়েছে প্রিয়ম গ্যার্গকে। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের রায়পুরে।


promotional_ad

সেপ্টেম্বরের ১৯ তারিখ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ এবং ২৫ সেপ্টেম্বর।


২৭ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডে দিয়ে সিরিজ শেষ করবে বিসিবির এইচপি দল। আসন্ন এই সিরিজে বাংলাদেশ বেশ কিছু খেলোয়াড়কে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবে বলে মনে করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 


এ প্রসঙ্গে সোমবার নান্নু বলেছে, 'ভারতের অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে এইচপি দলের পাঁচটা ওয়ানডে আছে সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে। অনেকগুলো খেলা আছে, অনেকগুলো প্লেয়ারকে দেখার সুযোগ আছে। এখান থেকে পরবর্তী বছরের জন্য আমরা ক্রিকেটার খুঁজতে পারব।'


ভারতের ১৫ সদস্যের দল: প্রিয়ম গ্যার্গ (অধিনায়ক), ইয়াশাসভি জাসওয়াল, মাধব কৌশিক, বিআর শারথ (উইকেটরক্ষক), সামার্থ ভায়াস, আরিয়ান জুয়েল (উইকেটরক্ষক), ঋত্বিক রায় চৌধুরী, কুমার সূর্য, অতিত শেঠ, সুভাং হেজ, হৃত্বিক শোকিন, ধুরশান্ত সনি, আর্শদ্বীপ সিং, কার্তিক ত্যাগি এবং হার্পিত ব্রার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball