ঢাকায় পা রাখলেন রাসেল ডমিঙ্গো

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকায় পা রেখেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার বিকাল ৫টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি।
মঙ্গলবার ঢাকায় আসলেও বুধবার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাংলাদেশের এই কোচ আপাতত অবস্থান করছেন গুলশানের পাঁচ তারকা হোটেল আমারিতে।

ডমিঙ্গো ছাড়াও বাংলাদেশ দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট এরই মধ্যে ঢাকায় এসেছেন। তিনি মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশে পা রেখেছেন। তিনিও অবস্থান করছেন হোটেল আমারিতে।
টাইগারদের পেস বোলিং কোচও বুধবার দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশের কোচিং স্টাফদের প্রায় সকলেই বুধবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তবে ব্যাটিং কনসালটেন্ট নিল ম্যাকেঞ্জি এখনই আসছেন না।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে ১৯ আগস্ট (সোমবার) থেকে। আগামী শুক্রবার শেষ হচ্ছে টাইগারদের চারদিনের এই প্রস্তুতি ক্যাম্প।