promotional_ad

ভালো মানের সাতজন আইকন বের করা মুশকিলঃ ইশতিয়াক সাদিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
 
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মৌসুম থেকে আইকন ক্রিকেটারদের নিয়ম নাও রাখতে পারে বিপিএল গভর্নিং বডি। বিষয়টি নিশ্চিত না হলেও রংপুর রাইডার্সের মালিক ইশতিয়াক সাদিকের কথা থেকে এমনই ইঙ্গিত মিলেছে।


আইকন ক্রিকেটারের নিয়ম না থাকলে সরাসরি একজন দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। সোমবার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন।


শেষ পর্যন্ত আইকন ক্রিকেটার রাখার নিয়ম থেকে গেলে একজন সম্ভাবনাময় ক্রিকেটারকে আইকন হিসেবে চাইছে রংপুর। শুধু নিজেদের জন্য নয়, সব ফ্র্যাঞ্চাইজির উচিত এমন ভাবে চিন্তা করা বলে মন্তব্য করেছেন ইশতিয়াক সাদিক। 


তাঁর দাবি, দেশে সাতজন ভালো মানের আইকন ক্রিকেটার খুঁজে বের করা মুশকিল। এছাড়া দুই থেকে তিনজন বিদেশি ক্রিকেটারকে বাইরে থেকে চুক্তি করার বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে আলাপ হয়েছে তাদের।



promotional_ad

তিনি বলেন, 'আইকন নতুন হওয়া উচিত, যে সম্ভাবনাময়। যদিও আমাদের বোর্ড বলছে বা আমরা নিজেরাও জানি আমাদের দেশে ৭জন আইকন খুঁজে বের করা মুশকিল।


আমাদের পরামর্শ ছিল যে, একটা দল দুই বছর ধরে খেলে আসছে পরবর্তী চার বছর খেলার জন্য একটা কোর দরকার। খেলোয়াড়দের রিটেইনশনের কিছু বিষয় আছে, সেগুলো চেয়েছি আমরা।


কিছু নতুন সাইনিং ছিল গত বছরের নিয়ম অনুসারে, সেগুলো বোর্ড দিতে চাচ্ছে। আর এখন থেকে আইকন ক্রিকেটারের কোন নিয়ম থাকবে না, যেটা থাকছে সেটা একজন লোকাল ডারেক্ট সাইনিং সেটা আমরা ম্যান্ডাটরি চেয়েছি বোর্ডের কাছে।' 


নতুন মৌসুমে সুযোগ থাকলে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে একসঙ্গে দলে ভেড়ানোর ইচ্ছা পোষণ করেছেন রংপুর রাইডার্সের এই মালিক। বাংলাদেশ দলের ওয়ানডে দলপতি মাশরাফিকে তাদের ঘরের ছেলে বলে দাবি করেছেন তিনি।



ইশতিয়াক সাদিক আরও বলেন, 'মাশরাফি তো আমাদের ঘরের ছেলে। আমাদের চিন্তা ছিল সে যদি অবসর নেয় তাহলে সে আইকন থাকবে না। তাহলে আমাদের রিটেনশনের মধ্যে মাশরাফিও পরে যায়, সেক্ষেত্রে সাকিব-মাশরাফি দুজনই রংপুরে খেলবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball