মাশরাফির ছোঁয়ায় বদলে যাবেন সাইফ-শান্তরা?

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিকেএসপিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে লজ্জাজনক হারের পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন হাইপারফর্মেন্স দলের (এইচপি) সঙ্গে আধা ঘণ্টা সময় ব্যয় করেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই সময়ে শান্তদের ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করেন তিনি।
মাশরাফি এইচপি দলকে সময় দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এইচপি দলের প্রধান কোচ সায়মন হেলমট। তিনি বলেন, 'গতকাল আমরা ভুল নিয়ে আলোচনা করেছি। মাশরাফি সবার সঙ্গে আধা ঘণ্টা কথা বলেছে। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা।'
প্রথম ওয়ানডেতে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারার পর শান্তর দল তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। আগামী বুধবার (২১ আগস্ট) বিকেএসপির একই মাঠে সিরিজ সমতার লড়াইয়ে নামবেন আফিফ-শান্তরা।

ম্যাচে সফরকারীদের দেয়া ৩০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৮ রানেই গুটিয়ে যায় হাই পারফর্মেন্স দলের ইনিংস। মাত্র ২৮.৩ ওভার ব্যাটিং করেছেন আফিফ-শান্তরা। তাদের পারফর্মেন্সে নাখোশ হেলমট।
'পরিকল্পনা অনুযায়ী না খেলতে পারায় আমি হতাশ। শেষ ১০ ওভার আমরা একেবারেই ভালো বল কর???ে পারিনি। বোলাররা অবশ্য শুরুর দিকে ভালো বল করেছে।
তবে সব মিলিয়ে আমি হতাশ। ৩০০ রান অতিক্রম করতে হলে উইকেটে আরও সময় দেওয়া উচিত ছিল ব্যাটসম্যানদের, যা তারা পারেনি। বিকেএসপিতে কাজটি কঠিন, তবে অসম্ভব নয়।'
শেষ ম্যাচে অবশ্য আশাবাদী অস্ট্রেলিয়ান এই কোচ, 'বড় দলের বিপক্ষে কিভাবে খেলতে হয় তা তারা শিখছে। ম্যাচের বিভিন্ন স্কিল এবং অবস্থা নিয়ে আলোচনা করছে। সামনের ম্যাচে ব্যাট, বল এবং বিশেষভাবে ফিল্ডিং- তিন বিভাগে ভালো করার জন্য মুখিয়ে আছি।'
২৪ আগস্ট এই সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ২৭ আগস্ট থেকে খুলনাতেই শুরু হবে প্রথম চারদিনের ম্যাচে। আগামী ৩ সেপ্টেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচে।
বিসিবি এইচপি স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, ইয়াসির আলী রাব্বি (সহ-অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলি অনিক, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, সুমন খান, শহিদুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি, তানবির ইসলাম।
স্টান্ড বাইঃ মানিক খান, জাকির হাসান, রবিউল হক, ফারদীন হাসান, ইরফান হোসেন, সাব্বির হোসেন, মেহেদী হাসান রানা।