৪০ বছরেও ফিটনেস ধরে রাখতে চান জহুরুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পের ফিটনেস টেস্টে ১২.৩ পয়েন্ট পেয়ে সবার চেয়ে এগিয়ে আছেন ৩২ বছর বয়সী জহুরুল ইসলাম অমি। ৪০ বছর বয়সেও নিজের ফিটনেস ধরে রাখার প্রত্যাশা করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
পারফর্মেন্স ভালো হলে আন্তর্জাতিক পর্যায়ে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শুধু ৩০ বছরের বেশি না ৪০ বছরেও যেন খেলোয়াড়রা ফিটনেস ধরে রাখে এমনটাই প্রত্যাশা জহুরুলের।

এ প্রসঙ্গে জহুরুল বলেছেন, 'পারফর্মেন্স ভালো হলে এই লেভেলে আসলে ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেটা হয়তো আমরা ধরে রাখতে পারি না। আমি আশা করবো যে ৩০ প্লাস হলে না, ৪০ হলেও যেন এমন ফিটনেস থাকে যেন খেলোয়াড়রা খেলতে পারে।'
বয়স ৩০ পেরিয়ে গেলেই ফিটনেসের গুরুত্ব বোঝা যায়। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই ৩০ পেরিয়ে গেলে ফিটনেসে অমনোযোগী হয়ে পড়েন বলে মনে করে জহুরুল। বেশি বয়সে বাজে পারফর্মেন্সের কারণ হিসেবে ফিটনেসকেই দায়ী করেছেন তিনি।
জহুরুলের ভাষ্য, 'অবশ্যই, আপনি দেখেন যদি ক্রিকেটের ৩০ বছরের বেশি হয় তাহলে ভালো বুঝা যায়। কিন্তু আমাদের ঘাটতি হলো আমরা ফিটনেস নিয়ে খুব বেশি কাজ করি না। এই কারণে আমাদের পারফর্মেন্সটিও ভালো হয়না।'