আবারো প্রশ্নবিদ্ধ ধনঞ্জয়া-উইলিয়ামসনের বোলিং অ্যাকশন
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিয়ারে দ্বিতীয় বারের মত বোলিং অ্যাকশন নিয়ে বিপদে পড়লেন শ্রীলঙ্কান অফস্পিনার আকিলা ধনঞ্জয়া এবং নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। গলে সিরিজের প্রথম টেস্টে সন্দেহজনক অ্যাকশনে অভিযুক্ত হয়েছেন এই দুজন।
২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবার অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন আকিলা। সেবার অ্যাকশন পাল্টে আবারও মাঠে ফেরেন এই স্পিনার। কিন্তু ১০ মাস পর আবারো একই কারণে বিপদে পড়তে হলো তাঁকে।

আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে দুবার অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারলে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন শ্রীলঙ্কার এই স্পিনার। যে কারণে অ্যাকশন পরীক্ষায় পাস করা ছাড়া বিকল্প পথ খোলা নেই তাঁর সামনে।
আম্পায়াররা বলছেন, ধনঞ্জয়া যে তিন ধরনের বৈচিত্র্য নিয়ে বল করেন এর মধ্যে তার স্টক বল বা অফ ব্রেক নিয়েই মূলত সন্দেহ আম্পায়ারদের। এ ছাড়া বাকি একটি ডেলিভারিতে তাদের সন্দেহ হয়েছে।
অন্যদিকে গল টেস্টে মাত্র মাত্র ৩ ওভার বোলিং করেছেন উইলিয়ামসন। তাতেই বিপদ হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। এর আগে ২০১৪ সালে অবৈধ অ্যাকশনের কারণে বিপদে পড়েছিলেন উইলিয়ামসন। তবে সেটা ৫ বছর আগে হওয়ায় আকিলার মতো নিষেধাজ্ঞার আশঙ্কা নেই তাঁর।
বৃহস্পতিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে অবশ্য বোলিং করতে বাঁধা থাকছে না ধনঞ্জয়া ও উইলিয়ামসনের। নিয়ম অনুযায়ী রিপোর্টেড হওয়ার ১৪ দিনের মধ্যে অ্যাকশন পরীক্ষা করাতে হয়। এর মাঝে বোলিং করতে কোনও বিধিনিষেধ থাকে না।